Advertisement
Advertisement

Breaking News

শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত গেল এসি টয়ট্রেন

পরীক্ষামূলকভাবে পরিষেবার সূচনা।

Trial run of AC Toy Train conducted in Darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 5, 2018 4:03 pm
  • Updated:June 19, 2019 1:37 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পাহাড়ি পথে টয়ট্রেনের কু ঝিক ঝিক….. বাঙালির এক অমোঘ নস্ট্যালজিয়া। দার্জিলিং গিয়ে ট্রয়টেন চড়েননি এমন বাঙালি বোধহয় খুঁজলে পাওয়া যাবে না। আর এবার টয়ট্রেনে মিলবে এসি স্বাচ্ছন্দ্য। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল শীতাতপ নিয়ন্ত্রিত টয়ট্রেন। টয়ট্রেনের চেপেই যাত্রা খুঁটিয়ে দেখলেন দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর এম কে নার্জারি-সহ পদস্থ আধিকারিকরা। পাহাড়ে খুব তাড়াতাড়ি পর্যটকদের জন্য এসি টয়ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে হিমালয়ান রেলের কর্তারা।

[চায়ের পর বিশ্ব মাতাবে দার্জিলিংয়ের কফি]

Advertisement

রেলওয়ে বোর্ডের দায়িত্ব নেওয়ার পরই দার্জিলিংয়ে গিয়েছিলেন চেয়ারম্যান অশ্বিনী লোহানি। পাহাড়ে হিমালয়ান রেলওয়ের পরিষেবা খতিয়ে দেখেন তিনি। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছিলেন, ১ এপ্রিল থেকে দার্জিলিংয়ে শীতাতপ নিয়ন্ত্রিত টয়ট্রেন চালু হবে যাবে। কিন্তু, নির্ধারিত সময়সীমার মধ্যে পরিষেবা চালু করা যায়নি। জানা গিয়েছে, এসি টয়ট্রেন চালানো প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছিল। কিন্তু, এসি কোচের ভাড়া কত হবে? তা নিয়ে জটিলতা ছিল। তাই নির্ধারিত সময়ের মধ্যে দার্জিলিংয়ে এসি টয়ট্রেন চালু করা যায়নি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, আপাতত একটি কোচে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২টি বাতানুকূল কামরা নিয়ে যাত্রা শুরু করবে টয়ট্রেন। প্রথম শ্রেণির ভাড়া ১ হাজার ৩০০ টাকা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এম কে নার্জারি জানিয়েছেন, এসি টয়ট্রেনের ভাড়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলেই চালু হয়ে যাবে পরিষেবা।

Advertisement

[শুভজিতের দেহ নিয়ে অ্যান্টার্কটিকা থেকে ফিরছে রুশ জাহাজ]

দার্জিলিংয়ের টয়ট্রেনকে হেরিটেজ বলে ঘোষণা করেছে ইউনেস্কো। শৈলশহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ পাহাড়ি পথে ট্রেন পরিষেবা। সেই টয়ট্রেনে এবার যুক্ত হতে চলেছে নয়া পালক। স্থানীয় ব্যবসায়ীদের আশা, এসি টয়ট্রেনের আকর্ষণে পাহাড়ে পর্যটকদের ভিড় আরও বাড়বে।

[চিতায় সৎকার নয়, বাড়ির প্রাঙ্গণেই সমাধিস্থ করা হল ইরাকে নিহত খোকনকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ