Advertisement
Advertisement

Breaking News

লাল কাঁকড়া আর পরিযায়ী পাখির ডেরায়

পরিযায়ী পাখি দেখার আদর্শ স্থান এই ফ্রেজারগঞ্জ৷

Frazergunj, tourist spot in west bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 9:29 pm
  • Updated:June 11, 2018 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা সপ্তাহের ব্যস্ততার পর দিন দুয়েক অলসভাবে কাটাতে ইচ্ছে করতেই পারে৷ শরীর ও মনকে খানিকটা বিশ্রাম দিতে পাড়ি দিতে পারেন ফ্রেজারগঞ্জে৷ সুন্দরবনের কাছে এই এলাকার সুদীর্ঘ রুপোলি সৈকতের টানেই বারবার পর্যটকরা ফিরে ফিরে আসেন৷

ফ্রেজারগঞ্জের মূল আকর্ষণ হল এর সাত কিলোমিটার বিস্তৃত সৈকত৷ এখান থেকে গঙ্গাবক্ষে সূর্যাস্ত বা সুর্যোদয়ের সৌন্দর্য দেখার মজাই আলাদা৷ ইতি-উতি ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া৷ সৈকতকে ঘিরে রয়েছে অনেকগুলি হাওয়া কল৷ সৈকতে বেশ খানিকটা সময় কাটিয়ে পাঁচ কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন বনবিবির মন্দিরে৷ সুন্দরবন এলাকায় বন্য জন্তু-জানোয়ারদের থেকে সুরক্ষিত থাকতে এই বনদেবীরই পুজো করেন স্থানীয়রা৷

Advertisement

kolkatabirds

Advertisement

পরিযায়ী পাখি দেখার আদর্শ স্থান এই ফ্রেজারগঞ্জ৷ সামুদ্রিক ঈগল থেকে কালচে মাথার মাছরাঙা, নানা ধরনের রঙ-বেরঙের পাখি ভিড় জমায় এই এলাকায়৷ এছাড়া মাছের চাষের জন্যও জনপ্রিয় এই জায়গা৷

frazerganj-beach

ফ্রেজারগঞ্জ থেকে ভ্যানে বা গাড়ি বুক করে চলে যেতে পারেন বকখালি৷ সেখানের সমুদ্রসৈকতও দিঘা বা মন্দারমনির মতোই জনপ্রিয়৷ এখানে সামনে থেকে কুমিরের প্রজনন দেখার সুযোগ পেয়ে যাবেন৷ জম্বুদ্বীপ ও হেনরি আইল্যান্ডও বেশ কাছে৷ এখানকার প্রকৃতির স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবেই৷ জুলাই থেকে মার্চের সময়ই পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমান এখানে৷

sunset_web

কীভাবে যাবেন
কলকাতা থেকে বকখালি যাওয়ার প্রচুর বাস রয়েছে৷ বকখালি থেকে ফ্রেজারগঞ্জ তিন কিলোমিটারের রাস্তা৷ এছাড়া শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে নামখানা যেতে হবে৷ সেখান থেকে নৌকায় নদী পার হয়ে বাসে বকখালি৷ সেখান থেকে ফ্রেজারগঞ্জ৷

কোথায় থাকবেন
এই এলাকায় থাকার জন্য ছোট-বড় প্রচুর হোটেল পেয়ে যাবেন৷ কোনও কারণে হোটেল না পেলে বকখালিতেও হোটেল ভাড়া করে থাকতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ