Advertisement
Advertisement

Breaking News

এবার ৩০টিরও বেশি দেশে আনলিমিটেড ফ্রি WhatsApp

সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে এই সংস্থা৷

FreedomPop Unveils Unlimited Free WhatsApp Access in Over 30 Countries
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 4:31 pm
  • Updated:June 12, 2018 4:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়েস কল ও টেক্সট মেসেজিংয়ের অভ্যাস আমূল বদলে দিয়েছে ফেসবুক অধীনস্থ হোয়াটসঅ্যাপ৷ বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং অ্যাপ এখন ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার করা যাবে৷ সৌজন্যে মার্কিন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ফ্রিডম পপ৷

ফ্রিডম পপ-এর নয়া অফার, তাদের সিম কার্ড ব্যবহার করলে বিশ্বের ৩০টি দেশে ইন্টারনেটের খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে৷ অর্থাৎ, খরচ করতে হবে না নেট ব্যালেন্সও। এমনিতে বছরভর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কোনও বাড়তি টাকা লাগে না৷ কিন্তু ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়৷ নয়া অফারে সেটুকুও হবে না৷ এমনকী, রোমিংয়ে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনও খরচ হবে না বলে দাবি করেছে সংস্থাটি৷

Advertisement

সংস্থার দাবি, ২০১৬ সালে দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের জন্য পয়সা খরচ করার কোনও যুক্তি নেই৷ সংস্থাটি চায়, মার্কিন মুলুকে আরও বেশি সংখ্যক মানুষ তাদের নেটওয়ার্কের আওতায় আসুক৷ একটি ব্লগ পোস্টে এই বক্তব্য পেশ করেছে ফ্রিডম পপ৷

Advertisement

কোন কোন দেশে ডেটা খরচ না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ইতালির মতো দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ফ্রিডম পপ ডেটার খরচ দাবি করবে না৷ শুধু তাই নয়, নির্দিষ্ট কয়েকটি দেশে ফ্রি হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে সংস্থাটি৷ গতবছর থেকে লস অ্যাঞ্জেলসের এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ