Advertisement
Advertisement

সঙ্গমের সৌন্দর্যে সেজে উঠেছে গেঁয়োখালি

বর্ষামধুর দিনে আরও মোহময়ী বহমান ত্রিধারার এই সঙ্গমস্থল৷

Geonkhali, East Medinipur – 130 kms from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 6:51 pm
  • Updated:June 12, 2018 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রূপনারায়ণের মন ভোলানো রূপ৷ অন্যদিকে দামোদরে উচ্ছ্বাস৷ দুই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে স্রোতস্বিনী গঙ্গায়৷ সঙ্গমের এই অতুলনীয় রূপ আরও মোহময়ী হয়ে ওঠে বর্ষামধুর দিনে৷ সাক্ষী থাকে সারিবদ্ধ বাবলা, শিরিষ, আকাশমণিদের দল৷

13450073_523664667842570_6569120418347393742_n

Advertisement

কী দেখবেন –

Advertisement
  • প্রচারে আলোয় তেমন না পড়ায় এখনও একান্তে উপভোগ করা যায় গেঁয়োখালির সঙ্গমের সৌন্দর্য৷
  • তিন নদীর জল এক জায়গায় এসে মিলিত হওয়ায় সঙ্গমস্থলটি অনেকটাই চওড়া৷ জোয়ারের সময় সাগরের মতো ঢেউয়ের দেখা পেতেই পারেন৷
  • কাছেই আছে ফেরিঘাট৷ যেখানে পাবেন নৌকাবিহারের সুবিধা৷ দু’একটি ছোটখাটো জাহাজেরও দেখা মিলতে পারে৷
  • পাশে সুন্দরভাবে গড়ে উঠেছে বাবলা, শিরিষ, আকাশমণি, আম গাছ৷ এদের মাঝেই নিতে পারেন দুই দণ্ডের বিশ্রাম৷
  • বিকেলে সূর্যাস্তের ঝলক ভাষায় অবর্ণনীয়৷
  • কাছেই মহিষাদল৷ হাতে সময় থাকলে বিখ্যাত মহিষাদল রাজবাড়ি ও রাধা-কৃষ্ণের মন্দিরের দর্শন করে আসতেই পারেন৷
  • আরও একটু এগিয়ে গেলেই কোলাঘাট৷ লং ড্রাইভের শৌখিনদের আদর্শ স্থান৷

6264591018_d2a0612b39_z

কীভাবে যাবেন –

সড়কপথে গেলে ধর্মতলা থেকে নূরপুরগামী বাস ধরতে হবে৷ সেখানে নেমে ধরতে হবে লঞ্চ৷ কোলাঘাট থেকে হলদিয়ার দিকে গাড়ি ছোটালেও মেলে গেঁয়োখালির সন্ধান৷

রেলপথে গেলে নামতে হবে বাগনান স্টেশনে৷ সেখান থেকে অটোরিক্সা ধরে গাদিয়ারা৷ গাদিয়ারা থেকে নৌকো ধরে পৌঁছান যাবে গেঁয়োখালি৷

1

কোথায় থাকবেন –

বেশিরভাগ লোকজন পিকনিক করতেই যান৷ তবে হাতে অবসর থাকলে গেঁয়োখালি রিসর্টে থাকতেই পারেন৷ থাকা খাওয়ার সবরকম সুবিধাই রয়েছে এখানে৷

7548145868_88f7c9fa44_z

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ