Advertisement
Advertisement

Breaking News

লুপ্ত সভ্যতার ধ্বংসাবশেষ কথা বলে ওঠে এখানে

ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রধান দর্শনীয় স্থান৷

Ancient Town Rupnagar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 9:40 pm
  • Updated:September 30, 2016 9:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসপ্রেমীদের কাছে পাঞ্জাব যেন ভ্রমণ পিপাসা মেটানোর আদর্শ স্থান৷ একদিকে যেমন রয়েছে প্রাচীন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ অন্যদিকে এই পাঞ্জাবেই জড়িয়ে রয়েছে স্বাধীনতার লড়াইয়ের রক্ত গরম করা ইতিহাস৷ পাঞ্জাবের প্রতিটি পরতে যেন ইতিহাস বলেল ওঠে হাজার অজানা কাহিনী৷ এমনই এক ইতিহাসে মোড়া শহর পাঞ্জাবের রোপার৷ রাজা রোকেশরের ছেলে রূপ সেনের নাম অনুযায়ী এই অঞ্চলের অপর নাম রূপনগর৷

ariel-view-of-finished-complex

Advertisement

কয়েকদিনের ভ্রমণ সফরে রূপনগরের বেশ কিছু অঞ্চল ঘুরে না দেখলে আপনার পাঞ্জাব সফর থেকে যেতে পারে অসম্পূর্ণ৷ আর তাই ইতিহাসের পাতার গল্পগুলিকে চোখের সামনে অনুভব করতে একবার যেতেই হবে রূপনগরে৷

Advertisement

38193408

কী দেখবেন?

ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রধান দর্শনীয় স্থান৷ পাশাপাশি, এই অঞ্চলের আর্কিওলজিকাল মিউজিয়াম, আনন্দপুর সাহেব অঞ্চলের গুরুদ্বার, রোপার ওয়েটল্যান্ড, ভাকরা নাঙ্গাল বাঁধ, জাতেশ্বর মহাদেব মন্দির এই শহরের বিশেষ কিছু দর্শনীয় স্থান৷

bhakra-dam

বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলের আবহাওয়া থাকে চরমভাবাপন্ন৷ আর তাই খুব বেশি গরমে কিংবা খুব বেশি শীতে এই অঞ্চল ঘোরার পক্ষে তেমন উপযোগী নয়৷ কিন্তু ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে এই অঞ্চলের আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ৷ আর এই সময়ই কয়েকদিনের ছুটিতে বেড়িয়ে আসা যায় প্রাচীন সভ্যতার নিদর্শনে ঘেরা পাঞ্জাবের এই শহর থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ