Advertisement
Advertisement

Breaking News

অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?

জানলে অবাক হয়ে যাবেন৷

This is how women handled menstruation before sanitary napkins
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 11:58 am
  • Updated:July 13, 2018 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া৷ উন্নয়নের একের পর এক ধাপ পেরিয়ে চলেছে৷ এ হেন দেশে আবার সিথির সিঁদুর করমুক্ত, আর স্যানিটারি ন্যাপকিন করযুক্ত৷ এখনও শহর কিংবা মফস্বলের ওষুধের দোকানে গিয়ে নিচু গলায় অনেকে বলে থাকেন – ৪০ টাকার জিনিসটা দিন কিংবা ৮০ টাকার জিনিসটা দিন৷ অনেকের আবার চেনা দোকানে ইশারাতেই কাজ হয়ে যায়৷ অনেকের ভরসা স্বামী অথবা প্রেমিক৷ একটু গ্রামের দিকে গেলে আবার এসবেরও বালাই নেই৷

[বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ]

Advertisement

এ তো না হয় গেল আজকের চালচিত্র৷ এ নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকবে৷ নারীবাদীরা আবার বিপ্লব করতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের সাহায্য নেবেন৷ কিন্তু সভ্যতার দূর-দূরান্তেও যখন এ সবের চিহ্নটুকু ছিল না৷ যখন প্রকাশ্যে নারীর অবগুণ্ঠন ছাড়া বেরনোও নিষিদ্ধ ছিল৷ তখন ঋতুস্রাবের এই পাঁচটা দিন কী করতেন মহিলারা? কেমন করে সামলাতেন সবকিছু? প্রশ্নের উত্তরে বেশ কিছু আজব উত্তরে মিলেছে –

Advertisement

১)  প্যাপিরাস – এক ধরনের মোটা কাগজ৷ যা প্রাচীন মিশরবাসী ব্যবহার করতেন লেখার জন্য৷ এই কাগজই সে সময়ের মহিলা ভিজিয়ে নরম করে নিতেন আর তা ঋতুস্রাবের সময় ব্যবহার করতেন৷

bookofthedeadpapyrus

২) শৈবাল – হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ প্রাচীনকালে মহিলার ঋতুস্রাবের সময় শৈবাল ব্যবহার করতেন৷ কিছু গাছ একত্রিত করে  একটি কাপড়ের ভিতরে পুরে তা সেলাই করে নেওয়া হত৷ তাই কাজে আসত৷

toxic-moss

৩)  বালি – এই পদ্ধতি ব্যবহার করতেন চিনের বাসিন্দারা৷ একটি কাপড়ে প্রচুর বালি পুরে নেওয়া হত৷ যখন কাজ শেষ হয়ে যেত বালিগুলি ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে নেওয়া হত৷

sand-138879_960_720

৪) ঘাস – শৈবাল বা বালির মতোই ঘাস ও কাপড়ে ভরে ব্যবহার করা হত৷ এই উপায়ে ঋতুস্রাবের মোকাবিলা সাধারণত করতেন৷ যদিও এই উপায় একেবারেই স্বাস্থ্যসম্মত নয়৷

choose-the-right-grass-for-your-lawn-hero

৫) ব্যান্ডেজ – এই পদ্ধতি তর্কসাপেক্ষভাবে ফ্রান্সের নার্সরা আবিষ্কার করেছিলেন৷ যখন তাঁরা দেখলেন সৈনিকের রক্ত অনায়াসেই ব্যান্ডেজগুলি শুষে নিতে পারছে তখনই ঋতুস্রাবের সময় এগুলি ব্যবহার করার কথা মাথায় আসে তাঁদের৷

previgarzelast-CV-previs

৬)  কাঠ – হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন গ্রিসের বাসিন্দারা এই পদ্ধতিই ব্যবহার করতেন৷ ছোট কাঠের টুকরো নিয়ে তার উপরে পশম বা কাপড়ের সূক্ষ্ম রোঁয়া লাগিয়ে নিতেন৷ আর সেটি বেশ কষ্টদায়ক প্রক্রিয়া৷

pexels-photo-128639

এছাড়াও বিভিন্ন সময় মহিলাদের মাসের এই পাঁচ দিন কাপড়, তুলো কিংবা পশুর ছালের উপর নির্ভরশীল থাকতে হত৷ যাই হোক, আপাতত আপনাদের কাছে উত্তম সমাধান রয়েছে মাসের এই পাঁচটা দিন মোকাবিলা করার জন্য৷

[শীতলাপুজোকে কেন্দ্র করে বচসা, অ্যাসিডে আক্রান্ত যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ