Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও গন্তব্য বসিরহাট, গ্রেপ্তার রূপা-লকেট

বসিরহাট ঘিরে রাজনৈতিক তরজা  

Basirhat flare up: Locket Chatterjee, Roopa Ganguly arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2017 6:22 am
  • Updated:July 7, 2017 6:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটকে ঘিরে নতুন করে শুরু হল রাজনৈতিক তরজা। বসিরহাটে যাওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়কে। দমদমের মাইকেল নগরে গ্রেপ্তার করা হয় তাঁদের। পুলিশের সঙ্গে দীর্ঘ বচসার পর গ্রেপ্তার করা হয়েছে একাধিক বিজেপি নেতাকেও। বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন  রূপা গঙ্গোপাধ্যায়।

RUPA

Advertisement

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। সবার সহযোগিতা চেয়ে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বার্তা পৌঁছে দিতে ৩ বিরোধীদলের নেতাকে ফোন করেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মার তরফে লিখিত বিবৃতিতে জানানো হয়, উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি উত্তেজনাপ্রবণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করেছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে এখন সেখানে গেলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে পারে, যা এলাকার শান্তি বিঘ্নিত করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকেই ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

এর আগে, শুক্রবার সকালে বাম প্রতিনিধি দলকে অশোকনগর থানা এলাকাতেই আটকে দেয় পুলিশ। এদিকে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকানো হয়েছে বারাসতে। মহম্মদ সেলিমের নেতৃত্বে একটি বাম দল বসিরহাট যাচ্ছিল শান্তির বার্তা দিতে। সেই দলে ছিলেন  মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, স্বপন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্য, রফিকুল ইসলাম মন্ডল, সঞ্জীব চট্টোপাধ্যায়,পঙ্কজ দাস-সহ অন্যান্যরা। তাঁদের নিরাপত্তার কারণ দেখিয়ে মাঝপথেই আটকানো হয়। এদিন অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলকে বারাসতেই আটকে দেওয়া হয়েছে। বারাসতে ফিরে এসে বামেরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও জানা গিয়েছে।

RUPA2

বসিরহাটে এখন চলছে আধা সেনার টহল ৷ এর আগেই শান্তির জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সব রাজনৈতিক দলের কাছে অশান্ত এলাকায় না যাওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷কিন্তু তাঁর আবদনে সাড়া না দিয়ে এদিন বসিরহাট রওনা দেয় বাম-কংগ্রেস-বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ