Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েতে হিংসা নিয়ে লাগাতার আন্দোলনের পথে বিজেপি, থানা ঘেরাওয়ের ডাক

রাজ্যে আসছে মহিলা কমিশনের টিম।

BJP hits road protesting WB panchayat poll violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2018 4:56 pm
  • Updated:May 26, 2018 4:56 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে রাজ্য প্রশাসন ও শাসকদলকে চাপে রাখতে চাইছে বিজেপি। হিংসার ইস্যুটিকে সামনে রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছেন রাজ্য নেতারা। গত বুধবার কলকাতায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে আন্দোলন-কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই মতো আগামী ১ জুন রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। অন্যদিকে ৬ জুন রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের একটি টিম। সূত্রের খবর, পঞ্চায়েতে হিংসার ঘটনায় আক্রান্তদের সঙ্গে কথা বলবেন ওই টিমের সদস্যরা। ফিরে গিয়ে দিল্লিতে রিপোর্ট দেবে মহিলা কমিশন।

[বাংলা ভাগ হলেও রবীন্দ্র-নজরুল অবিভক্তই, হাসিনার মন্তব্য ছুঁল দুই বাংলার হৃদয়]

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই মহিলা কমিশনের টিম আসছে রাজ্যে। এদিকে, জুন মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে একদিনের জন্য বাংলায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যে সমস্ত হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলেন তা কতদূর হয়েছে এবার সেই রিপোর্ট রাজ্য নেতাদের কাছ থেকে নেবেন শাহ। অমিত শাহ আসার আগে সাংগঠনিক সমস্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে ৪ থেকে ৭ জুন চারদিন কলকাতায় সংগঠন নিয়ে ম্যারাথন বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতারা। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। ওই বৈঠকে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে বিস্তারিত বিশ্লেষণও হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “ভোট মিটলেও সন্ত্রাস চলছে। আমাদের বহু কর্মী বাড়ি ছাড়া। সমস্ত পরিস্থিতি নিয়েই আমরা আলোচনা করছি।”

Advertisement
[২০১৯-এ মায়াবতীকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রচারে বিএসপি]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ