Advertisement
Advertisement

Breaking News

বাঘবন্দি বাঘঘোড়ায়, ধরা পড়েও জাল ছিঁড়ে পালাল দক্ষিণরায়

দক্ষিণরায়ের হামলায় জখম দুই শিকারি।

Lalgarh Royal Bengal Tiger caged, two hunters injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2018 2:59 pm
  • Updated:July 12, 2019 5:45 pm

সম্যক খান, মেদিনীপুর: জঙ্গলে বসানো ক্যামেরায় তেনার ছবি ধরা পড়েছে। কারও কারও চোখেও পড়েছিল। কিন্তু  তারপরই তিনি রহস্যজনকভাবে উধাও। এদিকে বনদপ্তরের টনক নড়েছিল। ছাগলের টোপ দিয়ে ধরার চেষ্টাও হয়েছে বিস্তর। কিন্তু এতদিনেও ধরা দেননি লালগড় দাপিয়ে বেড়ানো দক্ষিণরায়।শেষে ধরা পড়েছিল মেদিনীপুর সদর ব্লকের বাঘঘোড়ায়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। বনদপ্তরের কর্মীরা পৌঁছানোর আগেই জাল ছিঁড়ে পালাল বাঘটি।

এদিন শিকার উৎসবে যাওয়া দুই আদিবাসীর উপর হামলা করে লালগড়ের ‘নিখোঁজ’ বাঘটি। তবে হামলা করে পালাতে পারেনি দক্ষিণরায়। একটি গর্তে পড়ে যায় সে। সেখানেই তাকে অন্য আদিবাসীরা ঘিরে ধরেন। খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা দেন বনদপ্তরের কর্মীরা। কিন্তু তার আগেই পগার পার বাঘবাবাজি।

Advertisement

 পেট নাকি স্টোররুম! অপারেশনে বেরল লোহার রড, জিভছোলা, চামচ ]

Advertisement

গত এক মাস ধরে বড় বড় পায়ের ছাপ ও গবাদি পশুর মৃত্যু মেদিনীপুরের জঙ্গলে বাঘের উপস্থিতি জানান দিচ্ছিল। প্রথমে বাঘের অস্তিত্ব অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন বনদপ্তরের কর্মীরা। টহলদারি ক্যামেরায় দক্ষিণরায়ের ছবিও ধরা পড়ে। লালবাজারের ড্রোন বিশেষজ্ঞ দল জানিয়ে দেয়, জঙ্গলে বাঘ রয়েছে মাত্র একটিই। বাঘ দিনে কম করে ৮০ কিলোমিটার হাঁটতে পারে। তাই জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্তে একদিনে পৌঁছে যাওয়া তার কাছে অস্বাভাবিক কিছু না। জঙ্গলে তার উপাদেয় খাবারও মজুত। গরু, ছাগল, বুনো শুয়োরের অভাব নেই। মাঝেমধ্যে সেসবের ছাল-চামড়াও মিলেছে।

[  বাঘের ভয়ে কাঁটা, পুলিশ দিয়ে জঙ্গল ঘিরে ভোটের ভাবনা পঞ্চায়েত মন্ত্রীর ]

এরপরই কোমর বেঁধে বাঘবন্দি অভিযানে নামেন বনদপ্তরের কর্মীরা। কিন্তু ছাগলের টোপ দিয়েও তাকে জালে ধরা সম্ভব হয়নি। এরই মধ্যে আদিবাসীদের শিকার উৎসব শুরু হয়। এমন অবস্থায় আদিবাসীদের শিকারে যেতে বারণও করা হয়েছিল বনদপ্তরের পক্ষ থেকে। কিন্তু সে বারণ না শুনেই অনেকে শিকারে চলে যান। এমনই একটি দল বাঘগোড়ার জঙ্গলে শিকারে গিয়েছিল। সেখানে তাঁদের উপর হামলা চালায় বাঘটি। দু’জনকে জখম করার পর বাকিদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে জঙ্গলেরই একটি গর্তে পড়ে যায় সে। আর সেখানে তাকে আদিবাসীরা ঘিরে ফেলেন। এতদিনের বাঘবন্দি অভিযানে ইতি পড়ল। এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু সে আশায় জল ঢেলে ফের পলাতক দক্ষিণরায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ