Advertisement
Advertisement

Breaking News

শ্বশুরবাড়িতে অ্যাসিড হামলার শিকার গৃহবধূ, অভিযুক্ত স্বামী ফেরার

স্বামীর কথা বিশ্বাস করেই কাল হল বধূর।

Man attacks wife with acid in Rampurhat

ছবি:প্রতীকী।

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 16, 2018 5:54 pm
  • Updated:September 12, 2019 3:44 pm

নন্দন দত্ত, সিউড়ি: স্বামীর অত্যাচারে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু, রেহাই মিলল না। ফোন করে ওই স্ত্রীকে ডেকে এনে তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ল এক ব্যক্তি! ঘটনার আহত হয়েছেন ওই মহিলার বোনও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আক্রান্ত গৃহবধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। অভিযুক্ত ফেরার।

[পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কোচবিহারের নিখোঁজ তরুণী]

Advertisement

বীরভূমের নলহাটি শহরের করিমপুরে বাপেরবাড়ি তনুজা খাতুনের। বছর দুয়েক আগে ভালবেসে রনি শেখ নামে এক যুবক বিয়ে করেন তিনি। কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি। তনুজার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে স্ত্রীকে সন্দেহ করত রনি। তনুজার উপর রীতিমতো অত্যাচার চালাত সে। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, বাপের বাড়ি চলে গিয়েছিলেন তনুজা। বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ফোন করে রনি। ফোন সে জানান, ভোটার ও আধার কার্ড খুঁজে পাচ্ছে না। তনুজাকে শ্বশুরবাড়ি ফিরে আসতে অনুরোধ করে রনি। স্বামীর কথা বিশ্বাস করেছিলেন ওই গৃহবধূ। সেই বিশ্বাসই কাল হয়। তনুজা খাতুনের বাপের লোকেরা জানিয়েছেন, স্বামীর ফোন আসার পরই শ্বশুরবাড়িতে যান তনুজা। দিদির সঙ্গে গিয়েছিলেন ওই গৃহবধূর বোনও। কিন্তু, তাঁরা পৌঁছতেই বিষ খেয়ে আত্মহত্যা করার ভান করে রনি। বাধা দিতে গেলে, তনুজার বোনের হাতে কয়েক ফোঁটা অ্যাসিড পড়ে যায়। এরপর পালানোর চেষ্টা করেন তনুজা খাতুন ও তাঁর বোন কুলসুমার। তখন রীতিমতো ধাওয়া করে স্ত্রীকে লক্ষ্য রনি অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। তনুজা ও তাঁর বোনকে উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তনুজা খাতুনের মুখ-সহ শরীরের বেশ কিছু ঝলসে গিয়েছে। জখম তাঁর বোনও। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দিয়েছে অভিযুক্ত রনি শেখ। বুধবার রাতে রামপুরহাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। অভিযুক্ত রনি শেখের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

[ ক্যারাম বোর্ডের ভাড়া নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ