Advertisement
Advertisement

ছদ্মবেশী সোনুর গানে মোহিত পথচলতি মানুষ

রাস্তার পাশে এমন গান শোনার সুযোগ কী সহজে মেলে! সত্যিই মেলে না৷ কেননা গায়ক যে খোদ সোনু নিগম৷ হ্যাঁ, সোনুই রাস্তার পাশে বসে ভিখারির ছদ্মবেশে গান শোনালেন৷

Sonu Nigam dressed-as-old-street-musician
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 12:59 pm
  • Updated:May 18, 2016 1:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁচাপাকা চুল৷ মুখ ভর্তি দাঁড়িগোফ৷ চোখে কালো চশমা৷ পরনে ময়লা জামাকাপড়৷ একটা পুরনো হারমোনিয়াম নিয়ে রাস্তার পাশে বসে আপনমনে গান গাইছেন তিনি৷ পোষা পাখির মতো আঙুল চলেছে হারমোনিয়ামের রিডে৷ আর সে গান শুনে স্তব্ধ পথচলতি মানুষ৷ পথের পাশেও এমন গায়ক থাকে! এই বিস্ময়ই সকলের চোখে মুখে৷

কিন্তু কে এই গায়ক? বিস্ময় নিয়েই কেউ বা হেঁটে চলে গিয়েছেন৷ কেউ কেউ আবার থমকেও গিয়েছেন৷ একজন তো গানে মুগ্ধ হয়ে গায়ককে টাকাও দিয়েছেন৷ রাস্তার পাশে এমন গান শোনার সুযোগ কী সহজে মেলে! সত্যিই মেলে না৷ কেননা গায়ক যে খোদ সোনু নিগম৷ হ্যাঁ, সোনুই রাস্তার পাশে বসে ভিখারির ছদ্মবেশে গান শোনালেন৷

Advertisement

কেন এমন ছদ্মবেশ? আসলে এটা ছিল একটি পরীক্ষা৷ গান মানুষকে কতটা মোহিত করতে পারে, ব্যস্ততার যুগেও মানুষকে থমকে দিতে পারে কি না, তাইই পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন ‘কালচারাল মেশিন’ সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর৷ আর এ কাজে সোনুর থেকে ভাল লোক আর এ কে হতে পারে৷ সোনু তা করেও দেখালেন৷ মঞ্চে তিনি যে ম্যাজিক দেখান, তার থেকেও বড় ম্যাজিক যেন দেখালেন ‘রোডসাইড উস্তাদ’ হয়ে৷

Advertisement

সোনু নিজেও এ কাজে খুব বেশি৷ মেকআপ এমন ছিল যে কেউ তাঁকে চিনতেও পারেনি৷ অর্থাৎ সোনু নিগমের পরিচয় এখানে কাজ করেনি৷ শুধু তাঁর গান শুনেই মানুষ থমকে গিয়েছে৷ সমস্ত ব্যস্ততা সত্ত্বেও এ যুগে গানের সুরে যে আজও মানুষকে সম্মোহিত করে রাখা যায় তা প্রমাণ হওয়াতেই খুশি সোনু৷

দেখুন সে ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ