Advertisement
Advertisement

Breaking News

কাজের সময় নিয়ে কলাকুশলীদের ক্ষোভ, টলিপাড়ায় বন্ধ সমস্ত বাংলা সিরিয়ালের শুটিং

এবার কী হবে!

Tollywood artists stop shooting, seeks consistent work schedule

ছবি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2018 5:04 pm
  • Updated:July 2, 2018 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষোভ ছিল অনেকদিনেরই৷ শেষমেশ তার বহিঃপ্রকাশ ঘটল৷ সোমবার টলিপাড়ায় বন্ধ হয়ে গেল সমস্ত বাংলা সিরিয়ালের শুটিং৷

দৈনন্দিন জীবনের নানা ছোটবড় সমস্যার কথা ছোটপর্দায় তুলে ধরেন সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা৷ এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাঁরাই নিজেদের সমস্যার কথা জানালেন৷ শুধু তো অভিনেতা-অভিনেত্রী নন, শুটিংয়ের সঙ্গে যুক্ত থাকেন টেকনিশিয়ান, ভিডিওগ্রাফার থেকে স্পট বয়- সকলেই৷ আর তাঁরা সকলে মিলেই এ ক্ষোভ দেখিয়েছেন৷ কী নিয়ে ক্ষুদ্ধ তাঁরা? কারণ একাধিক রয়েছে৷ জানা যাচ্ছে, শুটিং তথা কাজের কোনও নির্দিষ্ট সময় বাঁধা নেই তাঁদের জন্য৷ রাতের শিফটে কাজ করে বাড়ি ফিরলে আবার পরের দিন ভোরবেলাই হাজির হয়ে যেতে হয় স্টুডিওতে৷ গাড়ি না থাকায় বাড়ি ফিরতেও অসুবিধা হয় অনেকের। কয়েকজন নিজেদের গাড়ি করে কিংবা গাড়ির ব্যবস্থা করে বাড়ি ফেরেন। তবে বাকিদের বেশ সমস্যাতেই পড়তে হয়। ফলে মানসিক চাপ যেমন থাকে, শরীরও সবসময় এত খাটনি সহ্য করতে পারে না৷ এ সমস্যা দু-একদিনের নয়, দীর্ঘদিনের৷ একাধিকবার ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ শেষমেশ সহ্যের সীমা ছাড়িয়েছে৷ আর তাই সোমবার সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টেকনিশিয়নরা৷

Advertisement

[মেয়ের স্কুলে ভরতির ফর্মে উল্লেখ করেননি ধর্ম, নেটদুনিয়ায় কটাক্ষ কমল হাসানকে]

তবে এভাবে ছোটপর্দার সঙ্গে যুক্ত কলাকুশলীরা বেঁকে বসলে যে বিপাকে পড়তে হবে প্রযোজকদেরই, তা বলাই বাহুল্য৷ তাই সমাধান সূত্র খুঁজতে ফেডারেশনের সঙ্গে প্রযোজকরা বৈঠকে বসতে চলেছেন বলেই খবর৷ প্রত্যেকের কাজের সময়সীমা বেঁধে দেওয়া হবে কি না, তা নিয়ে হবে আলোচনা৷ আরও যা যা অভিযোগ রয়েছে কলাকুশলীদের, সব নিয়েই হবে আলোচনা৷ দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে চেষ্টাই করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে শুটিং চালু না হলে ছোটপর্দার দর্শকদের সিরিয়ালের পুরনো পর্বও দেখতে হতে পারে৷

Advertisement

[৩ দিনে রেকর্ড অঙ্কের ব্যবসা, ‘বাহুবলী’কেও পিছনে ফেলল রণবীরের ‘সঞ্জু’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ