Advertisement
Advertisement

Breaking News

‘সন্তান খারাপ ব্যবহার করলে সম্পত্তি ফেরাতে পারেন বয়স্ক অভিভাবকরা’

রায় বম্বে হাই কোর্টের৷

Elderly parents can take back property gifted to son, If ill treated
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 8:57 pm
  • Updated:July 16, 2018 8:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স্কদের হেনস্তা রুখতে এবার দৃষ্টান্তমূলক রায় দিল বম্বে হাই কোর্ট৷ বিশেষ এক মামলার সূত্রে এদিন আদালত সাফ জানাল, যদি প্রবীণ অভিভাবকদের দেখভাল করতে অপারগ হয় তাঁদের সন্তান, তবে প্রদেয় সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন বয়স্করা৷ এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাইবুনাল দলিল বাতিল করতে পারে বলেই জানানো হয়েছে৷

[  ১৬০ কেজি সোনা দিয়ে ঢেলে সাজছে অমৃতসরের স্বর্ণমন্দির ]

Advertisement

আন্ধেরির এক প্রবীণ এই সমস্যায় পড়েছিলেন৷ সন্তানের নামে তিনি তাঁর সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিয়েছিলেন৷ শর্ত ছিল যে, এর বিনিময়ে সন্তান তাঁর বাবা-মাকে দেখবেন৷ ওই ব্যক্তির প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন৷ দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি৷ এক্ষেত্রে বাবা ও সৎমা-কে দেখাশোনা করার কথা ছিল সন্তানের৷ কিন্তু তিনি তা পালন তো করেননি বরং তা পাওয়ার পর থেকেই বয়স্ক মা-বাবার দেখাশোনায় অবহেলা করতে শুরু করে সন্তান৷ এমনকী অপমান করেন সৎমাকেও। তারপরই দায়িত্বপ্রাপ্ত বিশেষ ট্রাইবুনাল জানায় যে, সম্পত্তি দেওয়ার দলিল এক্ষেত্রে প্রত্যাহার করা হবে৷ সেই রায়ই অক্ষুণ্ণ থাকল বম্বে হাই কোর্টের পর্যবেক্ষণেও৷ বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের বেঞ্চ জানাল, যদি কোনও সন্তান সম্পত্তি পাওয়ার পর মা-বাবার দেখাশোনা না করে, তবে বয়স্কদের অধিকার আছে সেই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার৷ কারণ এক্ষেত্রে শর্ত লঙ্ঘিত হচ্ছে৷ ফলে প্রদেয় সম্পত্তি চাইলে ফিরিয়ে নিতেই পারেন ওই প্রবীণ দম্পতি৷

Advertisement

[  যেতে নাহি দিব…শহিদ জওয়ানের কফিন আঁকড়ে রইল ৫ মাসের শিশুকন্যা ]

২০০৭-এর মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্টের আওতায় বয়স্কদের অধিকার সুরক্ষিত করা হয়েছে৷ অর্থাৎ ২০০৭-এর পর যদি কোনও প্রবীণ তাঁর সম্পত্তি দেখভালের শর্তে সন্তানের নামে লিখে দেন এবং সন্তান যদি সেই দায়িত্ব পালন না করেন, তবে দলিল বাতিল করার অধিকার দেওয়া আছে বিশেষ ট্রাইবুনালকে৷ চলতি মামলাটির ক্ষেত্রে তাই-ই করা হয়েছিল৷ বম্বে হাই কোর্টও সেই বিষয়টিকেই মান্যতা দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ