Advertisement
Advertisement

Breaking News

চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, আতঙ্কে কর্মী থেকে গ্রাহক

দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

Fire breaks out at LIC building in Kolkata’s Chandni Chowk
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 3:42 pm
  • Updated:July 19, 2018 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের অগ্নিকাণ্ড সেন্ট্রাল অ্যাভিনিউ-র এলআইসি বিল্ডিংয়ে। বৃহস্পতিবার দুপুরে আগুনে লেগে যায় তিনতলায়। দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি। দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকলের ২ ইঞ্জিন। কিন্তু, বারবার অগ্নিকাণ্ডে আতঙ্কিত এলআইসি কর্মী ও গ্রাহকেরা।

[লালগোলায় পাকড়াও মাদক পাচারকারী, উদ্ধার কোটি টাকার হেরোইন]

Advertisement

এ শহরের ‘অফিসপাড়া’ ডালহৌসি। কিন্তু, সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরের বিভিন্ন বহুতলেও বহু সরকারি ও বেসরকারি সংস্থার অফিস রয়েছে। চাঁদনি চকে কেন্দ্রীয় সরকারি সংস্থা এলআইসি-র সদর দপ্তর। ভবনটির নামও  ‘এলআইসি বিল্ডিং’। বৃহস্পতিবার দুপুরে তখন কাজে ব্যস্ত কর্মীরা। টাকা জমা দিতে এসেছিলেন বহু গ্রাহকও। আড়াইটে নাগাদ তিনতলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে শুরু করেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন এলআইসির কর্মী ও গ্রাহক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ ইঞ্জিন। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মী। ততক্ষণে এলআইসি বিল্ডিংয়ের বাইরে রীতিমতো ভিড় জমে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল।

Advertisement

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এলআইসি বিল্ডিংয়ে যে এই প্রথম আগুন লাগল, এমনটা কিন্তু নয়। বরং আগুন লাগছে বারবার। শেষবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মে মাসে। সেবারও অবশ্য তড়িঘড়ি আগুন নিভিয়ে ফেলেছিল দমকল। বড় কোনও ক্ষতি বা প্রাণহানি ঘটনা ঘটেনি। কিন্তু, কেন বারবার আগুন লাগছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এলআইসি বিল্ডিংয়ে? আতঙ্কিত কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মী ও গ্রাহকেরা।

ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

[২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ