Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ পার্থর

কংগ্রেসের পরপরই এদিন তৃণমূলের তরফেও কড়া ভাষায় আক্রমণ করা হয়৷  

Partha Chatterjee slams Centre on lynching
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 6:29 pm
  • Updated:July 19, 2018 6:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনি রুখতে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছে কেন্দ্র৷ সংসদের বাদল অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, গুজব রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকেই৷ দেশজুড়ে যখন গণপিটুনির ঘটনা রোগের আকার ধারণ করে, ঠিক তখনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এহেন মন্তব্যের জেরে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

[পাশ-ফেল ফেরাতে কমিটি গড়ল রাজ্য, এসইউসির বিক্ষোভ রাজভবন চত্বরে]

২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন৷ মন্তব্য করেন, ‘‘যাঁরা গণপিটুনি নিয়ে এত কথা বলে, তাঁরা এতদিনে বুঝল আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়৷ যাঁরা এই নিয়ে বলছেন, তাঁরা দেখুক তাঁদের রাজ্যে এসব বেশি হচ্ছে৷ মাঝে মাঝে পদ্মফুল ফুটে ওঠে৷’’

Advertisement

[একুশের সমাবেশে যোগ দিতে শহরে তৃণমূল কর্মীদের আসা শুরু]

দেশজুড়ে ক্রমবর্ধমান গণপিটুনি ইস্যুতে দায় ঝেড়ে ফেলে রাজ্যের ঘাড়ে চাপিয়েছে কেন্দ্র৷ গণপিটুনি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় তাই একে রোখার দায়িত্ব নিতে হবে রাজ্যগুলিকেই। বৃহস্পতিবার সংসদে সাফ জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বাভাবিকভাবেই, রাজনাথের বক্তব্যে ক্ষোভপ্রকাশ করেছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ানের পরই ওয়াক-আউট করে কংগ্রেস৷

Advertisement

[চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, আতঙ্কে কর্মী থেকে গ্রাহক]

দেশজুড়ে ক্রমবর্ধমান গণপিটুনি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। যার সর্বশেষ উদাহরণ স্বামী অগ্নিবেশের আক্রান্ত হওয়া। গত ১ মাসে শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপে ফেক নিউজের জেরে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। এসবেরই প্রতিবাদে আজ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস৷ কংগ্রেসের পরপরই এদিন তৃণমূলের তরফেও কড়া ভাষায় আক্রমণ করা হয়৷

[২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ