Advertisement
Advertisement

Breaking News

আস্থা ভোটের আগে স্বস্তি কেন্দ্রের, বিজেপির পক্ষেই ভোট দেবে শিব সেনা

বিরোধীদের হার কার্যত নিশ্চিত৷

Shiv Sena to vote against no confidence motion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 5:12 pm
  • Updated:July 19, 2018 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় অনাস্থা ভোটের আগে বড়সড় স্বস্তিতে বিজেপি৷ শরিকি কোন্দল ভুলে এনডিএ-র পক্ষেই ভোটদানের সিদ্ধান্ত নিল বিজেপির সবচেয়ে বড় জোটসঙ্গী শিব সেনা৷ আস্থা ভোটের ঠিক একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ অমিত শাহ-র ফোনের পরই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোটদানের সিদ্ধান্ত নেন উদ্ধব৷ ইতিমধ্যেই দলীয় সাংসদদের আগামিকাল সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন শিব সেনা প্রধান৷ সাংসদদের অনাস্থার বিপক্ষে ভোট দেওয়ার জন্য হুইপও জারি করেছেন তিনি৷ শিব সেনার এই সিদ্ধান্ত অনাস্থার আগে বড়সড় স্বস্তি পেল বিজেপি৷ কারণ সেনার ১৮ সাংসদ অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ায় প্রস্তাব খারিজ হয়ে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল৷ এদিকে, বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহাও সরকারের পক্ষেই ভোট দেবেন বলে জানিয়েছেন৷

 

Advertisement

[গণপিটুনি রোখার দায়িত্ব রাজ্যেরই, রাজনাথের বক্তব্যে ক্ষোভ বিরোধীদের]

এরপরেও অবশ্য বিরোধীরা আশা ছাড়ছেন না৷ ডিএমকে নেতা এম কে স্টালিন আজও বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেছেন৷ এদিকে, আগামিকাল সংসদে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজু জনতা দলের সাংসদদেরও৷ তবে, তারা অনাস্থার পক্ষে না বিপক্ষে তা এখনও স্পষ্ট নয়৷ আগামিকাল সংসদে হাজির থাকবেন এরাজ্যের সব তৃণমূল সাংসদও৷


উল্লেখ্য গতকালই, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী দাবি করেছিলেন সরকার ফেলে দেওয়ার মতো সাংসদ সংখ্যা রয়েছে বিরোধীদের হাতে৷ তারপরই আজ বিজেপি নেতা-মন্ত্রীরা সোনিয়াকে একের পর আক্রমণ শানানো শুরু করেছেন৷ কেউ কেউ সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণও করেছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, সোনিয়া গান্ধী অনেক আগে থেকেই অঙ্কে দুর্বল৷ আবার বর্ষীয়ান বিজেপি নেতা রাম মাধবের কটাক্ষ, “ভারতীয়দের অঙ্ক বলে বিরোধীদের কাছে যথেষ্ঠ সাংসদ নেই, সোনিয়া গান্ধী কোন দেশে অঙ্ক শিখেছেন জানি না৷ ”

[এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর গাড়িতেও নম্বর প্লেট বাধ্যতামূলক]

সব মিলিয়ে টিডিপির অনাস্থা প্রস্তাব ঘিরে তুঙ্গে রাজধানীর রাজনীতি৷ তবে, বিশেজ্ঞরা বলছেন সংখ্যাতত্ত্বের বিচারে সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা এখনই নেই৷ তবে, আগামিকাল সংসদেই স্পষ্ট হতে চলেছে ‘১৯-এর রূপরেখা৷ কারণ, আগামিকালই স্পষ্ট হয়ে যাবে কোন কোন দল বিজেপির পক্ষে আর কোন কোন দল বিরোধীদের পক্ষে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ