Advertisement
Advertisement

Breaking News

নিয়ন্ত্রণ হারিয়ে ফের উত্তরাখণ্ডে খাদে বাস, দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের

আর্থিক সাহায্য ঘোষণা সরকারের৷

Uttarakhand: 14 dead after bus falls into gorge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 1:53 pm
  • Updated:July 19, 2018 1:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পু্ণ্যার্থী বোঝাই বাস। প্রায় হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়েতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে প্রায় ২৫০ মিটার নিচে পড়ে যায় বাসটি।  দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

[প্রবল ধসে খাদে বাস, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা]

বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ড পরিবহণ নিগমের ওই বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল। হৃষিকেশ–গঙ্গোত্রী হাইওয়ে ধরে বাসটি গন্তব্যের দিকে এগোচ্ছিল। সেই সময় বাসে ছিলেন ২৫ জন যাত্রী। সূর্যধারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। চালক হাজার চেষ্টা কোনও কাজে আসেনি। বাসটি উলটে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

[উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ২০]

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তেহরি দমকল বিভাগের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী চাম্বা থেকে পৌঁছায় সূর্যধারে। শুরু হয় তল্লাশি অভিযান। হেলিকপ্টারের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। একে একে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ওই খাদ থেকে আরও বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঋষিকেশের এইমস হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

[অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু]

খাদে বাস পড়ে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন উত্তরাখণ্ডের ত্রিবেন্দ সিং রাওয়াত সরকার। নিহতদের পরিবারপিছু ২লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। জখমের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার৷  বাস দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

এর আগে ১ জুলাই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী হয় উত্তরাখণ্ড৷ ধুমাকোটে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস৷ দুর্ঘটনায় ৪৮ জন বাস যাত্রীর মৃত্যু হয়৷ সেদিনের মর্মান্তিক দুর্ঘটনায় জখম হয়েছিলেন আরও ১০ জন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ