Advertisement
Advertisement

‘এখনই হেলিকপ্টার পাঠান, নাহলে মৃত্যু হবে ৫০ হাজার মানুষের’

ফেসবুকে প্রধানমন্ত্রীকে করুণ আর্তি সিপিএম বিধায়কের৷

Kerala MLA makes distress call for rescue helicopter
Published by: Tanujit Das
  • Posted:August 18, 2018 1:17 pm
  • Updated:August 18, 2018 1:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমাদের একটা হেলিকপ্টার দিয়ে রক্ষা করুন৷ ভিক্ষা চাইছি আপনাদের কাছে৷ এখানে সাধারণ মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ আমাদের সাহায্য করুন…” বন্যা বিধ্বস্ত কেরলে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য, এই কাতর কন্ঠের আকুতিই শোনা গেল কেরলের বিধায়ক সাজি ছেরিয়ানের গলায়৷ বন্যার সম্পর্কিত প্রতিক্রিয়া নিতে সংবাদমাধ্যম ওই বিধায়ককে ফোন করলে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি৷ প্রাণ বাঁচানোর আকুতি জানান নিজের ফেসবুক পেজেও৷

[ফেসবুকে বাজপেয়ীর সমালোচনা, অধ্যাপককে গণপিটুনি দিয়ে পোড়ানোর চেষ্টা]

Advertisement

জানা গিয়েছে, কেরলের আলাপ্পুজা জেলার ছেনগান্নুরে জলবদ্ধ হয়ে রয়েছেন ওই সিপিএম বিধায়ক৷ সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় নিজের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি৷ বলেন, তাঁদের উদ্ধারে হেলিকপ্টার না পৌঁছালে মৃত্যু ঘটবে প্রায় পঞ্চাশ হাজার মানুষের৷ নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, এখনও একটা সেনা হেলিকপ্টারও তাঁদের উদ্ধারকার্যে আসেনি৷ সম্বল বলতে তাঁদের কাছে ছিল ১৫টি বোট৷ যা দিয়ে কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠান গিয়েছে৷ কিন্তু আটকে রয়েছেন অনেকে৷

Advertisement

[উত্তরপ্রদেশের প্রতিটি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম, জানালেন যোগী]

বন্যা বিধ্বস্ত কেরলর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে৷ সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩২৪৷ নিখোঁজ অনেক৷ যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে সেনা৷ শনিবার সকালেই সরজমিনে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দুর্গতদের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় উদ্ধারকার্য চললেও অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছনো সম্ভব হয়নি সেনার পক্ষে৷ ফলে সেখানে এখনও আটকে রয়েছেন মানুষজন৷ বিগত সাত দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন দক্ষিণের এই রাজ্য৷ বৃষ্টি না কমায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে কোচির মেট্রো ও বিমান চলাচল। সুপ্রিম কোর্টও কেরলের বন্যা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ