Advertisement
Advertisement

Breaking News

ফের ফেসবুকে প্রতারণা, তরুণীর কাছ থেকে নগদ ও গয়না হাতিয়ে উধাও ‘প্রেমিক’

চাকরি ও বিয়ের টোপ দিয়ে প্রতারণা!

Kolkata woman falls prey to social media predator
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 4:02 pm
  • Updated:July 11, 2018 4:02 pm

অর্ণব আইচ: ফের ফেসবুকে প্রতারণার শিকার এ শহরের এক তরুণী৷ চাকরি ও বিয়ের টোপ দিয়ে লক্ষাধিক টাকা নগদ ও গয়না হাতিয়ে উধাও ‘প্রেমিক’৷ দক্ষিণ কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণী৷

[অনলাইনে প্রতারণার ফাঁদ, উপহারের লোভ দেখিয়ে তরুণীর সর্বস্ব লুট ‘বন্ধু’র]

Advertisement

কয়েক মাস আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে আলাপ হয় গড়ফার বাসিন্দা ওই তরুণীর৷ তাঁর দাবি, ভারচুয়াল জগতের বন্ধু জানিয়েছিল, সে দিল্লির বাসিন্দা ও পেশায় পাইলট৷ নিয়মিত চ্যাট হত দু’জনের৷ ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে৷ একসময়ে অচেনা যুবকের প্রেমেও পড়ে যান ওই তরুণী৷ এরপর চাকরির টোপ দেয় অভিযুক্ত৷ অভিযোগকারী তরুণী পুলিশকে জানিয়েছেন, ওই যুবক বলে, একটি সংস্থা আছে তার৷ কলকাতার বাগুইআটিতে শাখা খোলার পরিকল্পনা চলছে৷ সেই শাখা অফিসে সহকারী ম্যানেজার পদে লোকের প্রয়োজন৷ চাকরি পেতে হলে আগাম ১ লক্ষ ৮ হাজার টাকা দিতে হবে৷ ওই তরুণী তখন ফেসবুক ফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ তাই তাঁর প্রস্তাবে রাজি হতেও সময় লাগেনি৷ দক্ষিণ কলকাতার গড়ফার ওই তরুণীর দাবি, বিকাশ নামে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন তিনি৷ প্রায় সঙ্গে সঙ্গেই একটি ফর্মও পাঠিয়ে দেওয়া হয়৷ এদিকে ফোনে ও সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত যুবক প্রেমের অভিনয় চালিয়ে যান বলে অভিযোগ৷ ওই তরুণীর দাবি, তাঁকে খুব তাড়াতাড়িই বিয়ের করার কথাও প্রতিশ্রুতি দিয়েছিল সে৷ এমনকী, দিল্লিতে ‘এনগেজমেন্ট পার্টি’র জন্য সোনার হার ও আংটিও পাঠাতে বলে৷ নগদ টাকার পর ‘প্রেমিক’কে গয়নাও দেন ওই তরুণী৷ শেষপর্যন্ত, অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ৷ ওই তরুণী যখন গয়না ও নগদ টাকা ফেরত চান, তখন তাঁকে হুমকি দেওয়া হয়৷ দক্ষিণ কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণী৷ অভিযুক্তের সন্ধান করছেন পুলিশ৷

Advertisement

ইদানিং রাজ্যে জুড়ে ফেসবুককে হাতিয়ার করে প্রতারণা ঘটনা বাড়ছে৷ প্রতারণার ধরনটি প্রায় একই৷ প্রথমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লোকের সঙ্গে আলাপ জমায় প্রতারক৷ তারপর কখনও উপহার পাঠানোর অছিলায়, কখনও আবার বিয়ে কিংবা চাকরির চোপ দিয়ে সর্বস্ব লুঠ করে নেওয়া হয়৷ দিন কয়েক আগে এ শহরের এক তরুণীকে উপহারের লোভ লেখিয়ে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল ফেসবুক ফ্রেন্ড৷ সে আবার নিজেকে বিদেশি বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগ৷

[হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ধরা পড়ল বন্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ