Advertisement
Advertisement

Breaking News

ফ্রিডম ভুলুন, মাত্র ৭০০ টাকায় ফোন আনছে itel

হংকংয়ের সংস্থা ট্রান্সসান হোল্ডিংস ভারতে তাদের নিজস্ব মোবাইল ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে৷

Hong Kong-based itel to launch mobiles starting at Rs 700
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 4:47 pm
  • Updated:June 11, 2018 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ের সংস্থা ট্রান্সসান হোল্ডিংস ভারতে তাদের নিজস্ব মোবাইল ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে৷ আই-টেল মোবাইল ইতিমধ্যেই আফ্রিকার মতো দেশে জমিয়ে ব্যবসা করেছে৷ এমনকী, আফ্রিকায় সবথেকে বেশি মানুষ এই সংস্থারই মোবাইল ব্যবহার করেন৷ সংস্থার দাবি, ২০০৭ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদের ৭০ মিলিয়নেরও বেশি ডিভাইস বিক্রি হয়েছে৷

সংস্থার আরও দাবি, ফিচার ও স্মার্টফোন- দুই বিভাগেই গ্রাহকদের চাহিদা পূরণের ক্ষমতা রয়েছে তাদের৷ মাত্র ৭০০ টাকা থেকে শুরু হচ্ছে সংস্থার বেসিক মোবাইলের রেঞ্জ৷ চলতি বছরই প্রথম দফায় উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, গুজরাতে তাদের ফোনের বিক্রি শুরু হবে৷ পরের দফায় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে বিক্রি শুরু হবে৷

Advertisement

আইটেল ইন্ডিয়ার সিইও সুধীর কুমার বলেছেন, ভারতে মোবাইল ফোনের বাজার ভবিষ্যতে আরও বড় হবে৷ সেই বাজারে আমাদের নতুন ফোন মানুষের কাছে চেনানো দরকার৷ একদিকে কম দাম ও অন্যদিকে সেরা গুণমান ভারতের বাজারে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি করবে বলেই আমার বিশ্বাস৷ “

Advertisement

আপাতত তিনটি মডেলের ফিচার ফোন ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে নয়া সংস্থাটির৷ স্মার্ট সেলফি, স্মার্ট পাওয়ার ও শাইন৷ একইসঙ্গে মার্শমেলো আপডেট, ডুয়াল সিম, ডুয়াল ক্যামেরা-সহ ফোর-জি ফোনও বাজারে আনবে হংকংয়ের সংস্থাটি৷ দ্রুতই দেশজুড়ে ১০০০ টিরও বেশি সার্ভিস সেন্টার খুলতে চলেছে আই-টেল৷ প্রতিটি ফোনে মিলবে এক বছরের রিপেয়ারিং ওয়াব়্যান্টি ও ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়াব়্যান্টি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ