Advertisement
Advertisement

Breaking News

সহকর্মীর প্রেমে হাবুডুবু? তাঁকে রাজি করানোর ৭ টিপস

কিছু বিশেষ কাজ আছে যা ভালবাসার মানুষটির মন জয় করতে আপনার সাহায্য করতে পারে কর্মক্ষেত্রে৷

How to Impress colleague at Your Workplace?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 9:49 pm
  • Updated:February 28, 2019 5:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবনে মানুষের বেশিরভাগ সময়ই কেটে যায় অফিসে৷ কাজের ফাঁকে প্রেম করার সময় বের করতে পারা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে৷ এরমধ্যে যদি একটু হলেও কোথাও মন দেওয়া-নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তবে সেটা অফিস বৈকি অন্য কোথাও নয়| কিন্তু এমন কঠিন লড়াইয়ের যুগে যেখানে চাকরি টেকানো দায় হয়ে উঠছে সেখানে প্রেম করে ফেলা মোটেই সহজ নয়৷ বরং অফিসে প্রেম করতে গেলে আশেপাশে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়৷ সেই জায়গা থেকে মনের মানুষকে প্রেমের প্রস্তাবে রাজি করা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে৷
কিন্তু কিছু বিশেষ কাজ আছে যা ভালবাসার মানুষটির মন জয় করতে আপনার সাহায্য করতে পারে কর্মক্ষেত্রে৷
কী সেই কাজ, তা জেনে নিন এই প্রতিবেদনে৷

office-romance
১. কাজ নিয়ে সিরিয়াস হোন
কর্মক্ষেত্রে কাজই প্রথম প্রাধান্য৷ তাই সবার আগে কাজে মনোযোগ দিন৷ নিজের কাজের প্রতি সৎ থাকলে আপনি আপনার সহকর্মীদের সম্মান পাবেন, যা কিছুটা হলেও আপনার ভালবাসার মানুষটির মন গলাতে সক্ষম হবে৷
২. অপরকে সাহায্য করুন
কাজের পাশাপাশি মানুষের চরিত্রও একটি গুরুত্বপূর্ণ অংশ৷ তাই নিজের চরিত্রের দিকে নজর রাখুন৷ কাজের সময় ভাল হওয়ার পাশাপাশি কলিগদের সাহায্য করুন৷ তাঁদের সমস্যায় তাঁদের পাশে দাঁড়ান৷ এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট মানুষকে আকৃষ্ট করে৷ তাই অফিসে ভাল কর্মী হওয়ার পাশাপাশি ভাল মানুষ হয়ে উঠুন৷
৩. চোখের খেলা
ভগবান দৃষ্টি দিয়েছেন তাই সর্বত্র দৃষ্টি নিক্ষেপ করছেন, এমন কাজটি অফিসে খবরদার করবেন না৷ কোনও কলিগকে যদি সত্যিই পছন্দ হয় তবে দৃষ্টি তাঁর দিকেই রাখুন৷ সবার দিকে তাকানো বা সবার সঙ্গে ফ্লার্ট করার মতো কাজগুলি ভুল করেও করবেন না৷

Advertisement

Thinks_You_Want_Him৪. কর্মব্যস্ত থাকুন
কর্মব্যস্ত থাকা খুব জরুরি৷ তাই কাজের মধ্যে থাকুন৷ পছন্দের মানুষটিকে দিনে-রাতে বোঝানোর প্রয়োজন নেই আপনি তাঁকে পছন্দ করেন৷ কাজের সময় মাঝেমধ্যে উধাও হয়ে যান৷ আপনার অভাব ও শূন্যতা তাঁকে টের পেতে দিন৷
৫. ভাল বন্ধু হোন
যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ভাল বন্ধু হওয়া খুব জরুরি৷ তাই আগে বন্ধুত্ব করুন৷ ভাল বন্ধু হয়ে উঠুন মনের মানুষটির৷ ভাল বন্ধুত্বই সম্পর্ককে গাঢ় করতে পারে৷
৬. নিন্দা নৈব নৈব চ
অফিসে কিছু আদর্শ মেনে চলুন৷ প্রেমে পড়লে সেই আদর্শকে পালন করার ক্ষেত্রে দ্বিগুণ সতর্ক হয়ে উঠুন৷ অফিসে কাজের সময় অফিস পলিটিক্স কিংবা অন্যের নিন্দা করবেন না৷ মন দিয়ে কাজ করুন৷ আপনার এই আদর্শগুলি মনের মানুষকে আপনার প্রতি আকর্ষণ করবে৷
৭. সময় কাটান

Advertisement

সহকর্মীদের সঙ্গে চা খেতে যান, মাঝেমধ্যে লাঞ্চ সারুন এবং আড্ডা দিন৷ মনে রাখবেন একসঙ্গে কিছুটা সময় কাটানোর কোনও বিকল্প নেই৷ তবে প্রথমটায় লাঞ্চ হোক বা চা খাওয়া সবটাই গ্রুপের সঙ্গেই সারুন৷ পড়ে ‘তিনি’ অনুমতি দিলে আলাদা সময় করে লাঞ্চ করতে যান৷

সবশেষে একটা কথা জেনে রাখা খুব জরুরি৷ কাউকে পছন্দ করার আগে তাঁর রিলেশনশিপ স্টেটাস জেনে নিন৷ তারপরই সেদিকে অগ্রসর হোন৷ মনে রাখবেন, ভালবাসা এবং কাজ উভয় ক্ষেত্রেই সৎ চেষ্টার কোনও বিকল্প নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ