Advertisement
Advertisement

Breaking News

শুধু মাত্র এই দেশেই সস্তায় বিকোচ্ছে iPhone 7 ও iPhone 7 Plus

অ্যাপল সংস্থা শুধুমাত্র মার্কিন মুলুকের জন্যই নয়া আইফোন সিরিজের দাম কম করে রেখেছে৷

iPhone 7 and iPhone 7 Plus is cheap in this country
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 9:27 pm
  • Updated:June 12, 2018 4:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবারই আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস চলে এসেছে সাধারণ মানুষের হাতের কাছে৷ যদিও হাতের কাছেই এসেছে, হাতের মুঠোয় নয়৷ আইফোনের চড়া দাম বরাবরই তাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখে৷ বিশেষত ভারতীয় বাজারে এই দামের জন্যই আইফোন মেমে ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু বেশ কম দামেও আইফোন পাওয়া যায়৷ কোথায়?

ধরা যাক ইতালি, ভারতীয় মুদ্রায় ৫৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে আইফোন৷ ভারতের চেয়ে ১০০ টাকা কম৷ ফ্রান্সও প্রায় কাছাকাছিই আছে৷ আইফোন ফ্রান্সের বাজারে ভারতীয় মুদ্রায় ৫৭,৭০০ টাকায় পাওয়া যাবে৷ অস্ট্রেলিয়ায় আরেকটু কম দামে বিক্রি হবে আইফোন৷ ভারতীয় মুদ্রায় মাত্র ৫৪,৫০০ টাকায়৷ চিন ও ব্রিটেনের পার্থক্য অবশ্য মাত্র ৭০০ টাকার৷ চিনে আইফোনের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৩,৮০০ আর ব্রিটেনে ৫৩,১০০৷ কিন্তু জাপানে কিন্তু বেশ কমেই পাওয়া যাচ্ছে আইফোন| ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৭,৩৫০ টাকা৷ আর যদি আপনি চলে যেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র তবে তো কথাই নেই৷ স্বাভাবিকভাবেই সেখানে আইফোনের সবচেয়ে কম দাম৷ আইফোন মার্কিন বাজারে মিলছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৩,৪০০ টাকায়৷

Advertisement

ফলে সস্তায় আইফোন কেনার সেরা ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু আইফোন চাই বললেই তো আর আমেরিকা চলে যাওয়া যায় না, সেটা অবাস্তব৷ আসল কথা হল অ্যাপল সংস্থা শুধুমাত্র মার্কিন মুলুকের জন্যই নয়া আইফোন সিরিজের দাম কম করে রেখেছে৷ আর পাশ্চাত্য থেকে  এশিয়া ও তৃতীয় বিশ্বের দেশগুলিতে আরও চড়া দামে বিকোচ্ছে৷ কারণটা খোলসা করার কি খুব প্রয়োজন আছে!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ