Advertisement
Advertisement

Breaking News

পার্টনারকে ‘উচিত শিক্ষা’ দেওয়া আদৌ কি ঠিক?

কিন্তু প্রশ্ন হল প্রেমিক বা প্রেমিকাকে 'উচিত শিক্ষা' দেওয়া আদৌ উচিত কি?

Is It Ever OK to Teach Your Partner a Lesson?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 9:44 pm
  • Updated:June 11, 2018 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে থেকে বা সম্পর্ক ভেঙে গেলে অনেক সময়ই পার্টনারকে শিক্ষা দেওয়ার বাসনা মনে জাগে৷ নিজের মনের কথা পার্টনার না বুঝলে বা আঘাত করলে, অনেকসময় এমন মনে হয়, যেন তিনিও ওই একই দুঃখ পান৷

বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে থেকে যখন প্রেমিক বা প্রেমিকা তাঁর পার্টনারকে আঘাত করেন তখন খুব স্বাভাবিকভাবেই আঘাত পাওয়া ব্যক্তি চান তিনি যেই দুঃখ পেয়েছেন, সেই দুঃখ যেন তাঁর পার্টনারও পান৷ সেই জন্যই পার্টনারকে খারাপ কথা বলে আঘাত করার চেষ্টা করেন৷

Advertisement

কিন্তু প্রশ্ন হল প্রেমিক বা প্রেমিকাকে ‘উচিত শিক্ষা’ দেওয়া আদৌ উচিত কি?

Advertisement

বিশেষজ্ঞরা মনে করেন, পার্টনারকে সামান্য কারণবশত আঘাত করা উচিত নয়৷ এক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করা উচিত৷ নিজের মনের কথা খুলে বলা উচিত৷ প্রেমিক বা প্রেমিকা যদি অজান্তে আপনাকে আঘাত দিয়ে থাকেন, তাঁকে আপনার মনের কথা বুঝিয়ে বলা উচিত৷ কিন্তু সব কথা শোনার পরও যদি তাঁর স্বভাবের পরিবর্তন না হয় তবে তাঁকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভেবে দেখতে পারেন৷

যদিও ভালবাসার সম্পর্কে কেউ কাউকে আঘাত করতে চান না, তবুও যদি পার্টনারকে উচিত শিক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে সম্পর্কে যাওয়ার সময় একটি বিষয় মাথায় রাখা উচিত৷ আপনার পার্টনার আপনাকে বুঝতে পারছেন কী না কিংবা আপনার পার্টনার আদৌ মনের কথা বুঝে সেইমতো নিজেকে পাল্টাবেন কী না, তা বুঝে নিন যে কোনও কমিটমেন্ট করার আগে৷ সেই বুঝেই সম্পর্কে অগ্রসর হলে ‘উচিত শিক্ষা’ ছাড়াও সঠিক সম্পর্কে থাকা সম্ভব!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ