Advertisement
Advertisement

Breaking News

বাজারে এল ছোটদের জন্য বিশেষ ট্যাব CG Slate

ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোন নিয়ে খেলা করা অভ্যেসে পরিণত হয়েছে বাচ্চাদের৷ আর এই অভ্যেস নিয়ে বাবা-মাকে কপালে চিন্তার ভাঁজ ফেলতে হবে না৷ শুধু আপনার স্মার্টফোনের বদলে সন্তানের হাতে তুলে দিন সিজি স্লেট ট্যাব৷

Lenovo CG Slate Tablet Launched for Kids
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 8:29 pm
  • Updated:June 11, 2018 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লেট পেনসিলের যুগ এখন অতীত৷ জেন ওয়াইয়ের বাচ্চারা এখন অনেক বেশি স্মার্ট৷ আর স্মার্ট শিশুদের লেখাপড়া, শিক্ষা গ্রহণের পদ্ধতিও স্মার্ট৷ নবপ্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে এবার বাচ্চাদের জন্য নতুন ট্যাব আনল প্রযুক্তি সংস্থা কনভি জিনিয়াস৷

ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোন নিয়ে খেলা করা অভ্যেসে পরিণত হয়েছে বাচ্চাদের৷ আর এই অভ্যেস নিয়ে বাবা-মাকে কপালে চিন্তার ভাঁজ ফেলতে হবে না৷ শুধু আপনার স্মার্টফোনের বদলে সন্তানের হাতে তুলে দিন সিজি স্লেট ট্যাব৷ তাহলেই মুশকিল আসান হবে৷ কারণ শিশুদের জন্য তৈরি এই বিশেষ ট্যাবটি খেলার ছলেই শিক্ষা দেবে তাদের৷ ট্যাবলেটে স্টোর করা বিভিন্ন ভিডিও, ওয়ার্কশিট, বই, গল্প থেকে অনেক নতুন নতুন বিষয় শিখতে পারবে তারা৷ অর্থাৎ পড়ার পড়াও হবে, আবার শিশুদের একঘেয়েমিও কমবে৷

Advertisement

লেনোভো ও ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে মঙ্গলবার সিজি স্লেট ট্যাবলেট লঞ্চ করল কনভিজিনিয়াস৷ অর্থাৎ লেনোভো শো-রুমের পাশাপাশি অনলাইনেও ট্যাবটি অর্ডার দিতে পারেন৷ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সনের অপারেটিং সিস্টেমের ট্যাবটিতে কোনও সিম থাকবে না৷ ফলে টাকা খরচের কোনও ব্যাপার নেই৷ এর ইন্টারনাল মেমরি ৮ জিবি ও এক্সটারনাল মেমরি ৩২ জিবি৷ ছোটদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি ট্যাবটি মধ্যবিত্তদের নাগালের মধ্যেই৷ ৮,৪৯৯ টাকার বিনিময়েই বাজারে পাওয়া যাচ্ছে সিজি স্লেট৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ