Advertisement
Advertisement

Breaking News

দুটি নতুন স্মার্টফোন বাজারে আনল লেনোভো

দুটি মডেলেরই সম্পূর্ণ স্পেসিফিকেশন পড়ুন ক্লিক করে...

Lenovo unveils P2 and A Plus smartphones
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 5:42 pm
  • Updated:June 12, 2018 4:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লেনোভো আন্তর্জাতিক বাজারে তাদের দুটি নতুন স্মার্টফোন আনল৷ পি ২ ও এ প্লাস৷

লেনোভো পি ২ মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১০৮০x১৯২০ পিক্সেলের রেজোলিউশন৷ ২ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে মিলছে ৩ ও ৪ জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট৷ মডেল ভেদে মিলবে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল৷ লেনোভো পি ২ মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ৫ এমপি৷ এই ফোর-জি হ্যান্ডসেটের ব্যাটারি ৫১১০ এমএএইচ৷ মডেলটির দাম শুরু হচ্ছে ২৪৮ ইউরো থেকে৷

Advertisement

এবার আসা যাক লেনোভো এ প্লাস মডেলের কথায়৷ ৪.৫ ইঞ্চির এই হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷ স্ক্রিনের রেজোলিউশন বেশ কম, ৮৪৫x৪৮০ পিক্সেল৷ অবশ্য উপরের মডেলটির তুলনায় দামও কম, মাত্র ৬৯ ইউরো৷ ১.৩ গিগাহার্ৎজ মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ রিয়ার ও ফ্রন্ট- দুই ক্যামেরাই বেশ দুর্বল, যথাক্রমে ৫ ও ২ মেগাপিক্সেল৷ তবে এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ থ্রি-জি এই হ্যান্ডসেটের ব্যাটারি ২০০০ এমএএইচ-এর৷

Advertisement

বেজিংয়ের সংস্থা লেনোভো আইএফএ ২০১৬ অনুষ্ঠানে কে ৬, কে ৬ পাওয়ার ও কে ৬ নোট স্মার্টফোনও নিয়ে এসেছে৷ তিনটি মডেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর৷ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেটও৷

Lenovo-2_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ