Advertisement
Advertisement
Nokia

বাজার ধরতে নয়া চমকে ফিরছে নোকিয়া

খুব শিগগিরই হয়তো মোবাইল দুনিয়ার হারানো রাজত্ব আবার ফিরে পাবে নোকিয়া৷

Nokia Is Coming Back to grab the market with former CEO of Rovio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 9:38 pm
  • Updated:April 1, 2019 12:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় মোবাইল ফোন আর নোকিয়া ছিল সমার্থক শব্দ৷ কিন্তু গেছে যে দিন বুঝি একেবারেই গিয়েছে৷ আজ স্যামসাং থেকে অন্যান্য হ্যান্ডসেটের দৌলতে মোবাইলের বাজারে সে প্রায় কোণঠাসা৷ নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু যে প্রায় তলানিতে এসে ঠেকেছে তা সকলেই স্বীকার করে নিয়েছেন৷ আর এই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে নোকিয়া৷

নতুন করে ফিরতে যার উপর আস্থা রেখেছে নোকিয়া, তিনি হলেন পেক্কা রন্তালা৷ অ্যাংরি বার্ডসের স্রষ্টাকেই প্রধান মার্কেটিং অফিসার হিসেবে ডাকা হয়েছে৷তিনি নোকিয়ারও প্রাক্তন কর্মীও বটে৷ পরে যোগ দেন রোভিওতে৷ আবার পুরনো কোম্পানিতে ফিরছেন তিনি৷ আর মূলত তাঁর ভাবনায় ভর করেই বাজারে নয়া রূপে ফিরতে চাইছে নোকিয়া৷ তা সম্ভব করে তুলতে বেশ কয়েকটি পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ এইচএমডি গ্লোবাল নামে এক কোম্পানির সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করা হয়েছে৷ এই যুগলবন্দিতেই মোবাইলের বাজারে বড় আকারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে নোকিয়ার৷ স্মার্টফোন নির্ভর দুনিয়ায় অ্যান্ড্রয়েড ওএস-এর চাহিদার কথা মাথায় রেখে, নোকিয়াকে ফেরানোর বন্দোবস্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ তবে প্রতিযোগিতা বেশ কড়া৷ বিশেষত স্মার্টফোনের বাজারে নোকিয়ার প্রতিপত্তি প্রায় নেই বললেই চলে৷ অনেক অনামী কোম্পানি বাজার ধরতে পারলেও নোকিয়া পিছিয়ে গিয়েছে অনেকখানি৷ সেখান থেকে নোকিয়া ফেরানো মস্ত চ্যালেঞ্জের কাজ রন্তালার সামনে৷ তবে যেহেতু তিনি কোম্পানিকে আগাগোড়া চেনেন তাই তাঁর পক্ষে এই পরিস্থিতি সামলানো হবেই মনে করা হচ্ছে৷ সেই হিসেবে  খুব শিগগিরই হয়তো মোবাইল দুনিয়ার হারানো রাজত্ব আবার ফিরে পাবে নোকিয়া৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ