Advertisement
Advertisement

প্রিয়জনের সঙ্গে ঝগড়া? এই তিন কথা ভুলেও বলবেন না

বললে কিন্তু পস্তাতে হতে পারে!

You should never do 3 things during a fight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2018 8:32 pm
  • Updated:June 29, 2018 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বললেই তো আর ভাল সম্পর্ক তৈরি হয় না৷ জুটি বাঁধার জন্য প্রয়োজন বেশ কয়েকটি কঠিন ধাপ পেরোনো৷ ধীরে ধীরে চেনাশোনা, আলাপ৷  তবেই না, একে অপরের কাছে আসা যায়৷ উইকেন্ড প্ল্যানিং, রেস্তরাঁয় খাওয়া-দাওয়া, সিনেমা দেখা, শপিং করা কত কী! দু’জন-দু’জনকে ছাড়া যেন ভাবতেই পারছেন না কিছু৷ যতদিন যাচ্ছে, ততই কাছে আসছেন একে অপরের৷ দিব্যি সুস্থ, সুন্দর চলছে সম্পর্ক৷ কিন্তু তাতে কী? একসঙ্গে থাকবেন আর এতটুকু মতবিরোধ হবে না, তাও কি সম্ভব? ঝগড়া করুন না। ক্ষতি নেই তাতে৷ কিন্তু একটু বুঝে-সুঝে ঝগড়া করবেন৷ ঝগড়াঝাটির মাঝে এই তিনটি কাজ নৈব নৈব চ!

[কাজের ফাঁকেই প্রেমিকাকে খুশি করতে চান? জেনে নিন উপায়]

মাথা ঠাণ্ডা রাখুন:  একসঙ্গে আছেন ঠিকই৷ কিন্তু আপনার পছন্দ-অপছন্দ যে সবসময় আপনার মনের মানুষটিরও মন মতো হবে, তার কোনও মানে নেই৷ আর তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হল বেজায় গন্ডগোল৷ ঝগড়াঝাটি, মুখ ভার, কথা বন্ধ৷ তবে তাতে খুব একটা ক্ষতি নেই৷ কিন্তু ভুলেও রাগের মাথায় যা তা বলবেন না৷ ঝগড়া মিটে গেলেও, বলে দেওয়া কথা কিন্তু ফিরিয়ে নিতে পারবেন না৷ সমস্যা হলেও, মাথা ঠাণ্ডা রেখে তা সমাধানের চেষ্টা করুন৷ দেখবেন এভাবেই আবার দু’জনে ফিরে পাবেন পুরনো সোনালি দিন৷

Advertisement

Advertisement

পরিস্থিতির জন্য দায়ী করবেন না: দু’জনের মধ্যে বিভিন্ন সময়ে নানা কারণেই মতবিরোধ তৈরি হয়৷ ছোট ছোট ভুল বোঝাবুঝিও সম্পর্কে দাগ কাটতে পারে অনেকটা৷ যতই সমস্যা আসুক দু’জনকেই মনে রাখতে হবে আপনারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন৷ দু’জনেই একটা সুন্দর স্বপ্নকে রূপ দিতে চলেছেন৷ তাই কারও ওপর দোষারোপ করবেন না৷ সম্পর্ক যখন দু’জনের, স্বপ্ন যখন দু’জনের তখন সম্পর্কে ভুল বোঝাবুঝির দায়ও দু’জনেরই৷ আর তা মিটিয়ে নিয়ে আবারও কাছে আসতে হবে দু’জনকেই৷

[প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? কী বলছে গবেষণা?]

অতীতের ঘটনা তুলে খোঁচা নয়:  ভুল সবার হয়৷ আপনি যেমন ভুল করেন, তেমনই ভুল হতে পারে আপনার উলটো দিকের মানুষটিরও৷ কোনও কারণে ঝগড়াঝাটি হলেই বহু পুরনো কোনও ভুলের ইতিহাস তুলে মনের মানুষকে খোঁটা দেওয়া শুরু করবেন না৷ এমন অভ্যাস আপনার সম্পর্ককে বিচ্ছেদের বিপদসীমার মুখোমুখি টেনে আনতে পারে৷ তাই সুস্থ সম্পর্ক রাখতে চাইলে আপনাকে ভুলতে হবে পুরনো ভুলের কথাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ