Advertisement
Advertisement

পাহাড়ের কোলে ঘুম ভাঙবে যেখানে

কোনও এক ভোরবেলায় যদি পাহাড়ের কোলে ঘুম ভাঙে তবে কার না ভাল লাগে?

Best trekking spot Mullayangiri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 9:09 pm
  • Updated:June 12, 2018 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও এক ভোরবেলায় যদি পাহাড়ের কোলে ঘুম ভাঙে তবে কার না ভাল লাগে? বিশেষ করে ‘ট্রাভেল’ শব্দটির অর্থ যখন নতুন প্রজন্মের কাছে দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে৷ যখন গোছানো পরিপাটি ঘুরতে যাওয়ার থেকে হঠাৎ করে এক পাহাড়যাপন কিংবা ট্রেকিং মন টানে পর্যটকদের, তখন ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা অবশ্যই হতে পারে দক্ষিণ ভারতের মূল্যায়নগিরি পর্বত৷

Untitled

Advertisement

কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত এই মূল্যায়নগিরি পাহাড় কর্ণাটকের সর্বোচ্চ স্থান৷ বাবাবুদান পর্বতমালার অংশ এই মূল্যায়নগিরি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আঁতুরঘর৷ পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য, হিম শীতল আবহাওয়া, পাহাড় চূড়ায় শিব মন্দির এবং আদর্শ ট্রেকিং, সব মিলিয়ে জমে উঠতে পারে মূল্যায়নগিরি ভ্রমণ৷ ভ্রমণপ্রিয়রা নিজেদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ভোরবেলা ট্রেক করে এই পাহাড়ের চূড়ায় পৌঁছনোর অভিজ্ঞতা নাকি স্বর্গীয়৷ সকাল সাতটার মধ্যে সেই স্থানে পৌঁছলে নাকি নিজেকে এক অদ্ভুত সুন্দর সকাল উপহার দেওয়া সম্ভব৷

Advertisement

rajmachi_1

শীতকালের শুরুতে এই জায়গা ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ৷ বছরের অন্যান্য সময়ও এই পাহাড়ের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আসাই যায়, তবে শীতের শুরুতে পাহাড়ের মাধুর্য অন্য মাত্রা পায়৷

কী ভাবে পৌঁছবেন?

চিকমাগালুরে কোনও রেল স্টেশন নেই৷ তাই এখানে পৌঁছতে গেলে যদি ট্রেন সফরকে সঙ্গী করেন, তবে বিরুর, কাদুর প্রভৃতি রেল স্টেশনগুলিতে নেমে, পরবর্তী সফরে যেতে হবে৷

ট্রেনে না হলেও সড়কপথে খুব সহজেই পৌঁছনো যায় চিকমাগালুরে৷ চিকমাগালুর থেকে বাসে করে মূল্যায়নগিরি পাহাড়ের চূড়ায় পৌঁছনোরও ব্যবস্থা রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ