Advertisement
Advertisement

কম খরচে ১০ দিনের ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল

প্যাকেজ ট্যুরের খরচ কত?

IRCTC Offers tour To Puri, Gaya, Varanasi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 4:28 pm
  • Updated:January 17, 2019 10:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা ছুটিতে ঘুরতে যেতে চান? তাহলে দিনের দশেকের ছুটি নিয়ে ঘুরে আসুন পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ৷ ভাবছেন এতটা পথ কীভাবে যাবেন? কোথায় উঠবেন? কী খাবেন? চিন্তা করবেন না! ভারতীয় রেলই আপনার জন্য থাকা-খাওয়া-সহ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করবে৷ মাত্র ৯,৪৫০ টাকায় ১০ দিনের ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷

ভারতীয় রেলের ভারত দর্শন স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে প্যাকেজ ট্যুরে একসঙ্গে পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে৷ আগামী ৩ অগস্ট শুরু হবে এই যাত্রা৷ জনপিছু মাত্রা সাড়ে ন’হাজার টাকা খরচ করার সামর্থ্য থাকলে অনলাইন বুকিং করার সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷

Advertisement

কী থাকছে আইআরসিটিসি’র প্যাকেজে? কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, থাকা-খাওয়ার জন্য আইআরসিটিসি রাজকোট, সুরেন্দ্র নগর, ভিরামগ্রাম, ভদোদরা অথবা গোধরায় বিশেষ ব্যবস্থা রেখেছে৷ পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ ভ্রমণের জন্য ভারতীয় রেল একটি বিশেষ কোচের ব্যবস্থা করবে৷ ওই ট্রেনটি পৌঁছে দেবে নির্দিষ্ট স্টেশনে৷ সেখান থেকে বিশেষ বাস করে পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে৷ যাত্রাপথে থাকবে দেদার খাওয়ার ব্যবস্থা৷ তিন বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে৷ তবে, এত কিছুর আয়োজন করা হলেও ডায়েট চার্জ প্যাকেজ তালিকা থেকে বাতিল রাখা হয়েছে৷

Advertisement

সম্প্রতি, আইআরসিটিসি পর্যটন ব্যবসা শুরু করেছে৷ এর আগেও ছ’দিনের গ্যাংটক এবং নামচি প্যাকেট টুরের অফার ছাড়ে আইআরসিটিসি৷ ছ’দিনের ভ্রমণে ১৪ হাজার ৫৬০ টাকার ‘গ্রিন সিকিম’ প্যাকেজ বেশ সারা ফেলে পর্যটকদের মধ্যে৷ ‘গ্রিন সিকিম’ প্যাকেজের সাফল্যের পর এবার পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ প্যাকেজ ঘোষণা করল আইআরসিটিসি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ