Advertisement
Advertisement

মন ভাল করা বৃষ্টিস্নাত রানিক্ষেত

হাতে সময় কম থাকলে শুধু রানিক্ষেতটাই ভালভাবে ঘুরে আসতে পারেন৷ এই পাহাড়ি এলাকার কোথায় কোথায় ঘুরবেন? চটপট নোট করে করে ফেলুন৷

Ranikhet, tourist place in india
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 8:36 pm
  • Updated:February 28, 2019 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষায় বাংলার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে রানিক্ষেতের কথা ভেবে দেখতে পারেন৷ উত্তরাখণ্ডের এই এলাকার শান্ত, স্নিগ্ধ চেহারা আপনার মন ভাল করে দেবে৷

নৈনিতাল যাওয়ার পথে অনেকে রানিক্ষেতেও দু’দিন ঘুরে যান৷ হাতে সময় কম থাকলে শুধু রানিক্ষেতটাই ভালভাবে ঘুরে আসতে পারেন৷ এই পাহাড়ি এলাকার কোথায় কোথায় ঘুরবেন? চটপট নোট করে করে ফেলুন৷

Advertisement

প্রায় সারা বছরই এখানে শীত বিরাজ করে৷ হিমালয় পর্বতমালা দেখার জন্য বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে এখানে৷ তুষারে ঢাকা পাহাড় দেখতে দেখতে কখন সময় কেটে যাবে, জানতেই পারবেন না৷

Advertisement

-13626_8525

প্রথমেই চলে যেতে পারেন শহরের ঠিক মধ্যিখানে অবস্থিত আশিয়ানা পার্কে৷ বিভিন্ন পাহাড়ি ফুলের বাগান দেখতে পাবেন এখানে৷ যেসব ফুল সমতলে দেখা যায় না৷ বৃষ্টিতে ভেজা সবুজ পার্কের দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবে না৷ এর পাশাপাশি আপেল গাছ দেখতে কিন্তু ভুলবেন না৷

এবার দেখে নিন রানিক্ষেতের গল্ফ কোর্সটি৷ এটি এশিয়ার উচ্চতম গল্ফ কোর্স৷ গল্ফ কোর্স থেকে সোজা চলে যান মনকামেশ্বর মন্দিরে৷ মন্দিরের শান্ত পরিবেশ শহুরে পর্যটকদের কাছে অত্যন্ত লোভনীয়৷ এর পর ঘুরে নিন আরও একটি মন্দিরে৷ বিনসর মহাদেবের মন্দির৷ ঝরনার ধারে প্রাচীন শিবের বিরাট মূর্তি শোভা পাচ্ছে এখানে৷

ranikhet

এবার প্রকৃতির কোলে সময় কাটানোর পালা৷ চলে যান বালুধামে৷ পাহাড়ে ঘেরা এই কৃত্রিম লেকটির সৌন্দর্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারবেন না৷ এর পাশেই রয়েছে সুন্দর একটি বাগানও৷

এবারের গন্তব্য কেআরসি মিউজিয়াম৷ কুমাওঁ রেজিমেন্ট সেন্টার জাদুঘরটিতে গোটা বিশ্বের বিভিন্ন ধরনের দুর্মূল্য অস্ত্র, বীর চক্রের মতো সেনাবিাহিনীদের ব্যবহৃত সরঞ্জাম সংরক্ষিত রয়েছে৷ সময় থাকলে রাম মন্দির, ঝুলা দেবী মন্দির, চৌবাতিয়া গার্ডেনও দেখে আসুন৷

5923f7d534d59ea7c6437482953443ca

কীভাবে যাবেন
হাওড়া থেকে ট্রেনে সোজা কাঠগোদাম৷ সেখান থেকে বাসে আর বুক করা গাড়িতে রানিক্ষেত৷ বর্ষাকালে অনেক সময় ধস নামার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়৷ তাই যাওয়ার আগে রানিক্ষেতের আবহাওয়ার খবরাখবর রাখা ভাল৷

কোথায় থাকবেন
থাকার জন্য রানিক্ষেত শহরে সস্তায় হোটেল ও গেস্ট হাউস পেয়ে যাবেন৷ এছাড়া আশ্রমেও থাকার ব্যবস্থা রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ