Advertisement
Advertisement

Breaking News

প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রাম

সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷

Small hamlet in lap of nature: rishap
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 5:48 pm
  • Updated:March 1, 2019 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷

কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—

Advertisement

হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি৷ সেখান থেকে ১১০ কিলোমিটার দূরে রিশপ যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে যাওয়াই শ্রেয়৷ রিশপে থাকবার জন্য বিভিন্ন মানের এবং বাজেটের হোটেল আছে৷

Advertisement

rishop2

কী দেখবেন—

পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে৷ রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, সিনিয়ালচু, পান্ডিম—সহ নানান শৃঙ্গ৷ সারা রিশপে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে৷ জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন দেড় কিলোমিটার দূরের টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷ সান্দাকফু-র পর রিশপের টিফিনদাঁড়া হল পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট৷ এখান থেকে সূর্যোদয়, সূর্যান্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়৷ পাখি দেখা-পাখির ছবি তোলার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম সেরা গন্তব্য হল রিশপ৷  গোটা গ্রাম ঘুরে বেরালেই চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে জঙ্গল৷ মাঝেমধ্যেই সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ৷ তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷ বর্ষা এবং শীতকাল এড়িয়ে যেকোনও সময়ই যাওয়া যেতে পারে রিশপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ