Advertisement
Advertisement

Breaking News

মিথ ও প্রাকৃতিক সৌন্দর্যের যুগলবন্দি যেখানে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে কাটল রথযাত্রা৷ এই সময় যাঁরা পুরীতে আছেন এবং হাতে দু-একদিন ছুটিও আছে, তাঁরা কী ভাবছেন কোথায় যাওয়া যায়৷ কিংবা রথের সময় পুরীতে যেতে পারেননি বলে যাঁদের মনখারাপ তাঁরাও কি একবার ঢুঁ মারতে চান ওড়িশায়? তবে নিঃসন্দেহে বেছে নিতে পারেন বালাসোর৷ কেন বাছবেন? তাহলে বালাসোরের মন্দিরের বৈচিত্র আর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে একবার […]

What to see in Balashor, Odisha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 9:01 pm
  • Updated:February 28, 2019 4:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে কাটল রথযাত্রা৷ এই সময় যাঁরা পুরীতে আছেন এবং হাতে দু-একদিন ছুটিও আছে, তাঁরা কী ভাবছেন কোথায় যাওয়া যায়৷ কিংবা রথের সময় পুরীতে যেতে পারেননি বলে যাঁদের মনখারাপ তাঁরাও কি একবার ঢুঁ মারতে চান ওড়িশায়? তবে নিঃসন্দেহে বেছে নিতে পারেন বালাসোর৷ কেন বাছবেন? তাহলে বালাসোরের মন্দিরের বৈচিত্র আর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে একবার চোখ রাখা যাক৷

এ শহরকে এককথায় মন্দির আর প্রকৃতির যুগলবন্দির শহর বলা যায়৷ ওড়িশার ঐতিহ্য মেনেই এ শহরে আছে একের পর এক মন্দির৷ স্থাপত্যের প্রতি যাঁদের আকর্ষণ আছে, তাঁরা নিঃসন্দেহে এখানে দেখার প্রচুর উপকরণ পাবেন৷ প্রধানত যে যে মন্দিরে ঘুরবেন সেগুলি হল-

Advertisement

বালেশ্বর মন্দির- এই শিবমন্দিরটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতীয় স্থাপত্য রীতি মেনে৷ এ মন্দিরের সঙ্গেই আছে রত্নেশ্বরের মন্দির ও দেবী চম্পাবতী দুর্গামন্দির৷ অতএব একেবারে তিন তিনটে মন্দির ও স্থাপত্যের নানা নিদর্শন দেখার সুযোগ থাকল এখানে৷

Advertisement

লাঙলেশ্বর মন্দির- পুরাণ অনুযায়ী, এখানেই নাকি শিবঠাকুর লাঙ্গল হাতে কৃষকরূপে অবতীর্ণ হয়েছিলেন৷ সেই অনুযায়ী এখানে শিবকে লাঙলদেব হিসেবে পুজা করা হয়৷ আসলে এখান দিয়েই প্রবাহিত হয়েছিল পার্বতী নদী৷ তার পাশেই তৈরি হয়েছিল সভ্যতা৷ তাই সভ্যতার ধারক হিসেবে এখানে শিবকে লাঙলেশ্বর হিসেবে পুজো করা হয়৷

download

ক্ষিরচোরা গোপীনাথ- শিবঠাকুর থেকে এবার মদনমোহনের দিকে তাকানো যাক৷ এই মন্দিরও বহু পুরনো৷ শোনা যায়, এখানেই পুজো দিতে এসেছিলেন স্বয়ং শ্রীচৈতন্যদেব৷  তাঁর গুরুদেব মানবেন্দ্র পুরিও এসেছিলেন এখানে৷ ভক্তদের কাছে এই জায়গা তাই অত্যন্ত পবিত্র৷

চন্দনেশ্বর- আরও এক শিব মন্দির এটি৷ চৈত্র মাসে বিরাট উৎসবের আয়োজন হয় এখানে৷ বহু ভক্তের সমাগম হয় এখানে৷

Chandaneswar_a_temple_Baleswar

পঞ্চলিঙ্গেশ্বর মন্দির- পঞ্চলিঙ্গের এই মন্দির দেশের বহু ভক্তের কাছে এক অতি পবিত্র স্থান৷ পুণ্যস্নানের জন্য বছরভর পুণ্যার্থীর সমাগম লেগেই থাকে৷ এটাকেই জরাসন্ধের জন্মস্থান হিসেবে মনে করেন অনেকে৷ পাথরের খাঁজে জলধারার মধ্যে যে পাঁচটি লিঙ্গের অধিষ্ঠান তাও জরাসন্ধের আরাধ্য ছিল বলেই কথিত আছে৷ এছাড়া লোকমুখে প্রচলিত এখানেই ভীম-জরাসন্ধের যুদ্ধ হয়েছিল৷ আশেপাশে বন্যপ্রাণও আছে প্রচুর৷ মিথ, মন্দির, প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে পঞ্চলিঙ্গেশ্বর পর্যটককে খুশিতে ভরিয়ে দেবে৷

panchalingaswar2

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও বেশ কয়েকটি জায়গা হাতছানি দেবে৷ চণ্ডীপুরের শান্ত নিরিবিল সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটাতে হলে চণ্ডীপুরের জুড়ি মেলা ভার৷ এছাড়া তালসারির সমুদ্র সৈকতও নিঃসন্দ্হে আপনাকে হাতছানি দেবে৷ এছাড়া কাশাফল ও বলরামগাড়িও ঘুরে আসতে পারেন৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ