Advertisement
Advertisement

মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর কী হয়?

সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ কিন্তু ব্যবহারকারীদের মৃত্যুর পরও সম্মান দেয়৷

What-Happens-To-Social-Media-Accounts-After-You-Die
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 1:59 pm
  • Updated:June 11, 2018 4:32 pm

জীবনের নানা মুহূর্ত আমরা ভাগ করে নিই সোশ্যাল মিডিয়ায়৷ ভার্চুয়াল দুনিয়া যে আজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না৷ ব্যক্তি পরিচয়ের বাইরেও  সোশ্যাল মিডিয়ার ইমেজও এই সময়ে খুব জরুরি৷ তাই প্রতিমুহূর্তে আমরা খেয়াল রাখি সেদিকে৷ কিন্তু মৃত্যুর পর কী হয় এই অ্যাকাউন্টগুলির? যদি ভাবেন সব ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ভুল করবেন৷ সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ কিন্তু ব্যবহারকারীদের মৃত্যুর পরও সম্মান দেয়৷

ফেসবুকেই বহু মানুষ প্রোফাইল খুলে রাখেন৷ তা মৃত্যুর পর কী হয় সেই প্রোফাইলগুলির? হয় ফেসবুক তা চিরতরে ডিলিট করে দেয়৷ নয় বেশিরভাগ ক্ষেত্রে তা মেমোরিয়াল পেজে পরিণত হয়৷ অর্থাৎ সেখানে মৃতের আত্মীয় পরিজন বা বন্ধুরা পোস্ট করতে পারবেন৷ অথবা যদি গোড়া থেকেই কেউ ‘লিগ্যাসি কনট্যাক্ট’ হিসেবে কাউকে বেছে রাখেন, তবে তিনি পরবর্তীকালে প্রোফাইলটিকে সক্রিয় রাখতে পারেন৷

Advertisement

টুইটার কর্তৃপক্ষও প্রোফাইলটিকে রেখে দেওয়ারই পক্ষপাতী৷ সেক্ষেত্রে মৃতের পরিচিত কেউ প্রোফাইলটিকে চালাতে পারেন৷ তবে অবশ্যই তাঁকে বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে টুইটারের কাছে৷ মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটও জমা দিতে হবে৷ অন্যথায় প্রোফাইল নিষ্ক্রিয় হয়ে যাবে৷

Advertisement

ইনস্টাগ্রামে মানুষের ব্যক্তিগত ছবি থাকে বেশি৷ তাই নিরাপত্তাও থাকে বেশি৷ ইনস্টাগ্রাম প্রোফাইল রেখে দিলেও তা সার্চ অপশনে সামনে আনে না৷ ছবির নিরাপত্তার জন্যই এই পন্থা নেওয়া হয়৷

মৃত্যুর পর প্রোফাইল ব্যবহার করে সমাজের পক্ষে হানিকর কাজও কেউ করতে পারেন৷ তাই স্মৃতি হিসেবে প্রোফাইল রেখে দিলেও সোশ্যাল মিডিয়া সেগুলির চরম নিরাপত্তা বজায় রাখে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ