Advertisement
Advertisement

Breaking News

আরও আকর্ষণীয় ফিচারস যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ছবি পাঠানো এবার থেকে আরও বেশি মজাদার হতে চলেছে৷

WhatsApp gets another big edit update
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 5:09 pm
  • Updated:June 12, 2018 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবপ্রজন্মের স্মার্টফোনে এখন মেসেজিং অ্যাপের ছড়াছড়ি৷ যত দিন যাচ্ছে, নতুন নতুন মেসেজিং অ্যাপের ভিড়ও বাড়ছে৷ তবে আর পাঁচটা মেসেজিং অ্যাপের মধ্যেও নিজেকে প্রতিবারই সেরা প্রমাণ করে এসেছে হোয়াটসঅ্যাপ৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ফের নতুন কয়েকটি আকর্ষণীয় ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে৷

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ছবি পাঠানো এবার থেকে আরও বেশি মজাদার হতে চলেছে৷ আগে হোয়াটসঅ্যাপে কোনও ছবি পাঠানোর সময় ছবির নিচে শুধুমাত্র টেক্সটের অপশন থাকত৷ এখন রীতিমতো এডিট করে বন্ধুকে ছবি পাঠাতে পারবেন ইউজাররা৷

Advertisement

b69480c4086da279

Advertisement

এডিটের কী কী অপশন পাবেন ইউজাররা? মোবাইল ক্যামেরায় ছবি তুলে বা গ্যালারি থেকে ছবি বেছে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে তা এলেই খুলে যাবে এডিটের অপশন৷ সেখানে ছবির মধ্যেই লেখা যাবে টেক্সট৷ পেনসিল দিয়ে ছবির উপর যা খুশি আঁকাও যাবে৷ ক্রপ অপশন থেকে ছবি কাটাকাটিও করে নিতে পারবেন ইচ্ছেমতো৷ এখানেই শেষ নয়৷ ছবির মধ্যে পছন্দমতো ইমোজি বসানোর অপশনও রয়েছে৷ একবার টেক্সট বা ইমোজি বসানোর পর যদি পছন্দ না হয়, তাহলে? নো প্রবলেম৷ ইমোজি বা টেক্সট টেনে নিয়ে (পড়ুন ড্র্যাগ করে) স্ক্রিনের বাঁ-দিকে রিসাইকেল বিনে ফেলে দিলেই হয়ে গেল৷ তবে টেক্সট বা ইমোজির মাপ ছোট-বড় করার কোনও অপশন নেই৷

এবার প্রশ্ন হল হোয়াটসঅ্যাপ আপডেট করলেই কি ইউজাররা নয়া এই ফিচারগুলি পেয়ে যাবেন? উত্তর হল, না৷ অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারীদের এর জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে৷ আপাতত ২.১৬.২৬০ বেটা ভার্সন টেস্টাররা হোয়াটসঅ্যাপ আপটেড করলে এই অপশনটি পাচ্ছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ