Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইব, উইচ্যাট কিংবা টেলিগ্রাম – এই সবকিছুকেই পিছনে ফেলে বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপের শিরোপা পেল হোয়াটসঅ্যাপ৷ পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন সারেন৷ জানা গিয়েছে, বিশ্বের প্রায় ৫৫.৬ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া […]

With 1 billion users in 109 countries, WhatsApp world's top messaging app
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 6:22 pm
  • Updated:June 18, 2019 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইব, উইচ্যাট কিংবা টেলিগ্রাম – এই সবকিছুকেই পিছনে ফেলে বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপের শিরোপা পেল হোয়াটসঅ্যাপ৷ পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন সারেন৷ জানা গিয়েছে, বিশ্বের প্রায় ৫৫.৬ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷
ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং এশিয়ার এক বিরাট অংশের মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা সাত কোটি৷

হোয়াটসঅ্যাপের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুক মেসেঞ্জার৷ বিশ্বের ৪০ টি দেশে রমরমিয়ে ব্যবহার করা হয় এই মেসেজিং অ্যাপ৷
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী ভাইবার মেসেজিং অ্যাপ বিশ্বের তৃতীয় মেসেজিং অ্যাপ৷
চিন, ইরাক এবং জাপানের মতো দেশগুলিতে যদিও লাইন, উইচ্যাট এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়৷
বিবিএম মেসেঞ্জারের ব্যবহার সবচেয়ে কম৷ সমীক্ষা বলছে কেবল একটিমাত্র দেশে বিবিএম মেসেঞ্জার অধিক ব্যবহৃত হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ