Advertisement
Advertisement

Breaking News

স্মার্টফোনের নয়া সঙ্গী এই ওয়্যারলেস কি বোর্ড

নয়া এই কিবোর্ড লঞ্চ করল 'ওয়ানটুটাচ'।

You will definitely want this wireless keyboard for your phone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 8:47 pm
  • Updated:June 11, 2018 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখলে মনে হবে যেন মোবাইল কভার। যেমনটা হয় আর কী! মোবাইল ডিসপ্লেকে বাঁচিয়ে রাখতে যেমন কভার পাওয়া যায়, ঠিক তেমনটাই। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন সেটি আসলে ওয়্যারলেস কিবোর্ড। স্মার্টফোনে নতুন এই ওয়্যারলেস কিবোর্ডই বর্তমানে হইচই ফেলে দিয়েছে। নয়া এই কিবোর্ড লঞ্চ করল ‘ওয়ানটুটাচ’। এই নয়া কি বোর্ড বাকি স্মার্টফোনের ফিচারের চেয়ে যে বেশ আলাদা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্মার্টফোনের জাংক কিবোর্ডের মতো নয় এই ওয়্যারলেস কিবোর্ড। একে দেখতে খানিকটা কম্পিউটার বা ল্যাপটপের কি বোর্ডের মতো। যদিও কম্পিউটারের মতো এই কিবোর্ড অতটা বড় নয়।

স্যামসং গ্যালাক্সি S6 এবং S7-এ এই ধরনের কিবোর্ড ব্যবহারের সুযোগ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে ধরনের স্মার্টফোনে NFC ফিচারস রয়েছে, সেই ফোনেই এই ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করা যাবে।
ওয়্যারলেস কিবোর্ডের ফিচারস রইল এই প্রতিবেদনে:

Advertisement

কমিউনিকেশন ইন্টারফেস: ISO/IEC 18092, 212kbps প্যাসিভ মোড
কি-স্ট্রোক স্পিড: ১০০০ প্রতি মিনিট
রেসপন্স টাইম: ১৮ মিলিসেকেন্ড
সাইজ: উচ্চতা : ১৫৫ মিলিমিটার, প্রস্থ – ১৪৫.৫ মিলিমিটার, ঘনত্ব – ২.৫ মিলিমিটার
মেটেরিয়াল: টেক্সটাইল কভার, ব্যাক কভার
কিপ্যাড রং: লাল, সাদা এবং কালো

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ