Advertisement
Advertisement

Breaking News

কলকাতাকে টেক্কা, কালীপুজোয় রাজ্যে প্রথম কোনও কার্নিভাল সুতাহাটায়

১১টি পুজো কমিটি যোগ দিচ্ছে শোভাযাত্রায়।

Kali Pujo carnival immersion first time in East Midnapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2017 10:12 am
  • Updated:October 20, 2017 11:13 am

চঞ্চল প্রধান, হলদিয়া: কলকাতাতেও যা হয়নি, তাই হতে চলেছে পূর্ব মেদিনীপুরে। কালী প্রতিমা নিয়ে প্রথমবার কার্নিভাল হতে চলেছে সুতাহাটায়৷ রাজ্যের কালীপুজো এমন উদ্যোগ বেনজির। গোটা কর্মকাণ্ডের নেপথ্যে হলদিয়া পুরসভার এক জনপ্রতিনিধি। রবিবার সন্ধেয় হবে এই কার্নিভাল। সুতাহাটা-সহ পাশ্ববর্তী এলাকার বাসিন্দাদের দীপাবলির চমক দিতেই এমন অভিনব আয়োজন করা হয়েছে।

[এবার কালীপুজোর থিমে দেখা মিলল ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের]

Advertisement

দীর্ঘ চার-পাঁচ দশকেরও বেশি সময় ধরে সুতাহাটার কালীপুজো জেলায় পরিচিত নাম। বিশাল মণ্ডপ, অন্যরকম প্রতিমার টানে পূর্ব মেদিনীপুরের নানা প্রান্তের মানুষ ভিড় জমান সুতাহাটায়। এবছর পুজোয় থিমের ছড়াছড়ি৷ শিল্পের কারুকাজে একে অপরকে চলছে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা৷ এই পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে ‘দ্য ফ্রেটারনিটি ক্লাব অফ সুতাহাটা’ নামের এক সংস্থা সম্প্রতি আত্মপ্রকাশ করে। এধরনের সংগঠনের উদ্যোগ নিয়েছিলেন হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাস৷ সত্যব্রতবাবু বেশ কিছু সংস্কৃতিমনস্ক মানুষজনকে নিয়ে এগিয়ে আসেন৷ তাঁদের চেষ্টায় আয়োজিত হবে এই কার্নিভাল৷ ২২ অক্টোবর সুতাহাটার প্রেম রোড থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এনটিডিও, নিউ তরুণ সংঘ, সাইকো, ফ্রেন্ডশিপ, প্রয়াস-সহ এগারোটি কালীপুজো কমিটি এই কার্নিভালে যোগ দিচ্ছে৷ সুতাহাটা বাজারে সাংস্কৃতিক মঞ্চ ছুঁয়ে সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে গিয়ে শেষ হবে কার্নিভাল৷ প্রতিমা, সাজসজ্জা, উপস্থাপনা, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে পুজো কমিটিগুলির প্রস্তুতি কতটা নিখুঁত, তা উপভোগ করবেন দর্শকরা। শোভাযাত্রার শেষে সুবর্ণ জয়ন্তীর মাঠে আলোর উৎসবেরও আয়োজন থাকছে৷

Advertisement

[বাড়িতে বসেই দেখে নিন শহর ও শহরতলির বিখ্যাত কালীপুজো]

কাউন্সিলর সত্যব্রত দাস জানান, “স্থানীয় কালীপুজো কমিটিগুলিকে নিয়ে এই কার্নিভ্যালের আয়োজন করা হয়েঠে৷ সাংস্কৃতিক সমন্বয় গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রচেষ্টা। এধরনের কাজে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার কাজটিও সম্ভব হবে বলে মনে করি।” প্রসঙ্গত, কলকাতার ধাঁচে আগামী বছর থেকে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভালের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ২০১৮ থেকে কলকাতাতে কালীপ্রতিমা নিয়ে কার্নিভাল করা হবে। তার আগে এমন বর্ণাঢ্য শোভযাত্রার আয়োজন করে দীপাবলির উ ৎসবে মহানগরকে পিছনে ফেলে দিল পূর্ব মেদিনীপুরের এই জনপদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ