Advertisement
Advertisement

Breaking News

OMG! বিসিসিআই জানাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনি!

ব্যাপারটা কী?

MS Dhoni still skipper of team India, thinks BCCI
Published by: Sulaya Singha
  • Posted:July 20, 2018 3:30 pm
  • Updated:July 20, 2018 3:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে? কে আবার, মহেন্দ্র সিং ধোনি। ভাবছেন তো, এত বড় ভুল তথ্য কীভাবে পরিবেশন করা হচ্ছে? কারণ গোটা বিশ্ব জানে টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি। ঘটনা হল বিসিসিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, ভারতের অধিনায়ক এখনও ধোনিই।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল ধোনিকে। শেষ একদিনের ম্যাচের পর আবার তাঁর অবসর নিয়েও জল্পনা শুরু হয়ে যায়। যদিও তাকে সম্পূর্ণ রটনা বলেই উড়িয়ে দেন কোচ রবি শাস্ত্রী। জানিয়ে দেন, ধোনি কোথাও যাচ্ছেন না। এসবের মধ্যেই আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কীর্তি দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নামের পাশে জ্বলজ্বল করছিল ‘ক্যাপ্টেন’ শব্দটি। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে। অনেকেই সেই সাইটের স্ক্রিনশট তুলে আপলোড করে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে জোরদার চর্চাও শুরু হয়। অনেকেই বোর্ডের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন। ২০১৪ সালে টেস্ট এবং ২০১৬-য় সীমিত ওভারের নেতৃত্ব থেকে যে ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন, তাঁর প্রোফাইলে কেন ভুল তথ্য দেখাচ্ছে, তার উত্তর চাইছেন নেটিজেনরা। অনেকে আবার মজা করে লিখেছেন, মনে হচ্ছে বোর্ড আবার পুরনো ক্যাপ্টেনকেই ফেরত চাইছেন। আরও যে বিষয়টি ক্রিকেটভক্তদের ভাবিয়েছে, তা হল, বিরাট কোহলির প্রোফাইলে ক্লিক করলে তাঁর নামের নিচে ‘ক্যাপ্টেন’ শব্দটির উল্লেখই নেই!

Advertisement

[ফুটবলে হারলেও ক্রিকেটে জয়জয়কার, ত্রিমুকুট মোহনবাগানের]

Advertisement

ভাইরাল হয়ে যাওয়া ইস্যুটি বিসিসিআইয়ের কানে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি। তারপরই তড়িঘড়ি ধোনির নামের পাশ থেকে ক্যাপ্টেন লেখাটি সরিয়ে দেওয়া হয়। তবে ততক্ষণে যা ড্যামেজ হওয়ার হয়ে গিয়েছে।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নেতা হিসেবে নাম ঘোষিত হয়েছিল ধোনির। তারপর অধিনায়ক হিসেবে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। দেশের একমাত্র ক্যাপ্টেন হিসেবে জিতেছেন ৫০ ওভার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরে তুলেছেন একটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০০৮ সালে টেস্টে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন। দেশের অন্যতম সেরা ফিনিশারের পারফরম্যান্সই এখন প্রশ্নের মুখে। তবে এমন অবস্থায় তাঁর পাশেই দাঁড়িয়েছেন ক্যাপ্টেন কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ