Advertisement
Advertisement

Breaking News

মহাকাশে পাক উপগ্রহ পাঠিয়ে ‘বন্ধু’র পাশে থাকার বার্তা লালচিনের

বিক্ষোভ সামাল দিতে আরও কড়া হচ্ছে ইকোনমিক করিডরের নজরদারি৷

China successfully launches 2 satellites for Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 7:02 pm
  • Updated:August 21, 2018 8:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার তার ‘সব ঋতুর বন্ধু’ পাকিস্তানের পাশে দাঁড়াল চিন৷ ইসলামাবাদকে সাহায্য করতে, পৃথিবী থেকে রিমোটের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে এমন দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল বেজিং৷ যাদের নাম, PRSS-1 ও PakTES-1A৷ জানা গিয়েছে, এই দুই মহাকাশ যান পাঠানোর অন্যতম উদ্দেশ্য হল, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের উপরে নজরদারি জোরদার করা৷

[থাইল্যান্ডে খুদে ফুটবলারদের উদ্ধারে নামছে ‘মিনি সাবমেরিন’]

Advertisement

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা বেজে ৫৬ মিনিট নাগাদ উত্তর চিনের একটি স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাঠান হয়েছে উপগ্রহগুলিকে৷ মহাকাশ যান হিসাবে ব্যবহার করা হয়েছে লঙ্গ মার্চ-২সি রকেটকে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, PRSS-1 হল চিনের তৈরি করা প্রথম রিমোট নিয়ন্ত্রিত উপগ্রহ, যা পাকিস্তানের কাছে বিক্রি করা হয়েছে৷ পাশাপাশি, PakTES-1A তৈরি করেছে পাক মহাকাশ গবেষণা সংস্থা পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন৷ তবে এটি চিনা মহাকাশ যানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে৷ এই দুই উপগ্রহের মাধ্যমে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের উপর কড়া নজর রাখতে পারবে দুই দেশ৷ এর মাধ্যমে ওই অঞ্চলের বিভিন্ন বিষয়ের পুঙ্খানুপুঙ্খ চিত্র পৌঁছে যাবে বেজিং ও ইসলামাবাদের কাছে৷ এর আগে, ২০১১-তে শেষবার পাকিস্তানকে সাহায্য করার জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল চায়না অ্যাকাডেমি অফ স্পেস টেকনোলজি৷

Advertisement

[খারাপ আবহাওয়া ডেকে আনল বিপর্যয়, তুরস্কে রেল দুর্ঘটনায় মৃত ১০]

২০১৫-তে স্বাক্ষর হওয়া মৌয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ যা নিয়ে বারংবার নিজের দেশে এবং বিদেশে বালোচদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ