Advertisement
Advertisement

Breaking News

ফের নীতি পুলিশের দাদাগিরি! সম্পর্ক রাখার অপরাধে মহিলার মাথা মুড়িয়ে শাস্তি

ভাইরাল অত্যাচারের ভিডিও৷

Moral policing in Assam, couple assaulted by mob
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 7:25 pm
  • Updated:August 21, 2018 7:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দিনকয়েক আগে যুবক-যুবতীকে বাইকে করে ঘোরাফেরা করতে দেখে সালিশি সভা বসিয়ে বিয়ের নিদান দেয় মাতব্বররা৷ অসমের এই ঘটনা প্রচারের আলোতে আসায় শোরগোল পড়ে গিয়েছিল৷ সপ্তাহখানেক যেতে না যেতেই প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি৷ আবারও সামনে এল নীতি পুলিশের দাদাগিরি৷ সম্পর্ক রাখার অপরাধে রাতভর প্রেমিক-প্রেমিকাকে মারধর মাতব্বরদের৷ মহিলার মাথা মুড়িয়ে ঘোরানো হল গোটা গ্রাম৷

[অত্যাচার সহ্য নয়, স্বামীকে ‘তালাক’ দিয়ে নজির দুই মহিলার]

রবিবার রাতে টুবুকির বাসিন্দা এক যুবক পাশের গ্রামে তাঁর প্রেমিকার বাড়িতে যান৷ মহিলার বাড়ির সামনে জড়ো হয়ে যান অন্যান্য গ্রামবাসীরা৷ তাদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে একে অপরের স্বামী স্ত্রীকে ঠকাচ্ছেন ওই দুজনে৷ কথা শেষ হতে না হতেই বাড়ি থেকে টেনে বের করে গ্রামের মাঝে নিয়ে যাওয়া হয় দু’জনকে৷ পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা৷ মাতব্বররা বেঁধে মারধর করতে শুরু করে তাঁদের৷ রাতভর এভাবেই চলে নৃশংস অত্যাচার৷ সম্পর্ক রাখার শাস্তিস্বরূপ গ্রামের মহিলারা ওই তরুণীর মাথা মুড়িয়ে দেয়৷

Advertisement

মারধরের চোটে পোশাক ছিঁড়ে যায় দু’জনেরই৷ ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু’জনকে৷ ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷ তরুণ-তরুণী উভয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা চলছে৷

Advertisement

[যোগীর রাজ্যে নার্সের চাকরি দেওয়ার নামে হাসপতালেই গণধর্ষণ, ফেরার অভিযুক্ত]

শুধু রবিবারের ঘটনাই নয়৷ এই নিয়ে চলতি মাসে তিনবার নীতি পুলিশের দাদাগিরির সাক্ষী অসম৷ গত সপ্তাহেই প্রেমিকের বাইকে চড়ে ঘোরাফেরার অপরাধে সালিশি সভা বসানো হয়৷ মারধর করা হয় যুবক-যুবতীকে৷ এমনকী, দৃষ্টিকটূ কাজকর্মের জন্য বিয়ের পরামর্শ দেয় মাতব্বররা৷ এর আগে চলতি মাসের শুরুতেই শিশুচোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করা হয়৷ শেষমেশ মারাও যান দু’জনেই৷ একের পর এক মাতব্বরদের দাদাগিরির ঘটনায় উদ্বিগ্ন জেলা পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ