Advertisement
Advertisement

‘যোগীকে সঙ্গে নিয়েই তাজমহল ভাঙতে যাব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার

কেন এমন মন্তব্য আজমের?

Ready to demolish Taj Mahal with Yogi Adityanath: Azam Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2018 9:26 am
  • Updated:August 21, 2018 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সামনে তাজমহল বিতর্ক৷ আবার এল তাজমহল ভাঙার প্রসঙ্গ৷ তবে এবার কোনও হিন্দু নেতা নয়, তাজমহল ভাঙার প্রসঙ্গ টানলেন খোদ আজম খানই৷ তাঁর বক্তব্য, তিনি যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে তাজমহল ভাঙতে যাবেন৷

[  রাজধানীতে গাছ কাটা আপ-বিজেপির ‘পাগলামি’, টুইটে খোঁচা রাহুল গান্ধীর ]

Advertisement

কেন এরকম বক্তব্য আজম খানের৷ এর আগে বিজেপি কিংবা হিন্দু মহসভার নেতাদের মুখেই তাজমহল বিরোধী কথাবার্তা শোনা গিয়েছে৷ কখনও দাবি উঠেছে তাজমহল আসলে শিব মন্দির৷ তাই এটি হিন্দুদের সম্পত্তি৷ মুসলিম সম্রাটদের আগ্রাসনের জেরেই আজ সেখানে তাজমহল গড়ে উঠেছে৷ মাঝেমধ্যে তাজমহল ভাঙারও রব উঠেছে৷ দিনকয়েক আগেই তাজমহেলর একটি গেটের সামনে ভাঙচুর চালানো হয়েছিল৷ কিন্তু এসবই উগ্র হিন্দুত্ববাদী কাজের তকমা পাচ্ছিল৷ মুসলিম নেতারা এ ধরনের কাজের বিরোধিতাই করছিলেন৷ কিন্তু ব্যতিক্রম আজম খান৷ আবার রসিকও বটে৷ তিনি বলেন, খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে বলেছেন যে, তাজমহল নাকি আসলে শিবমন্দির৷ তাই যদি হয়, তবে শিবমন্দির ফিরে আসুক শিবমন্দির হয়েই৷ তার জন্য ভাঙতে হবে তাজমহলকে৷ তাঁর বক্তব্য, তিনি একজন উদার মুসলিম৷ সুতরাং কারও ধর্মবোধে আঘাত করতে চান না৷ তাই যোগী যদি তাজমহল ভাঙতে যান তবে তিনিও সঙ্গে যাবেন কুড়ুল হাতে৷ শুধু তিনি একা যাবেন না, সঙ্গে দশ-বিশ হাজার অনুগামীকেও ডেকে নিয়ে যাবেন৷

Advertisement

বরাবর বিতর্কিত মন্তব্য করেন বলে আজম খান সুপরিচিত৷ এবার কটাক্ষের বাণে যোগীকে বিঁধেই ফের তাজমহল বিতর্ক ভাসিয়ে দিলেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ