Advertisement
Advertisement

Breaking News

রাহুল আলিঙ্গন করলে স্ত্রী ছেড়ে চলে যাবেন, কটাক্ষ বিজেপি নেতার

রাহুলের আলিঙ্গনেই আপতত মেতে আছে বিজেপি শিবির৷

Will get divorce if Rahul Gandhi hugs me: BJP leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2018 12:45 pm
  • Updated:August 21, 2018 8:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময় সকলকে অবাক করে এবং কিছুটা অযাচিত ভাবেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তারপর থেকেই যেন বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর৷ বিরোধী শিবির থেকে একের পর এক কটাক্ষ ভেসে এসেছে রাহুলের প্রতি৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে৷ অত্যন্ত কুরুচিকর মন্তব্যে কংগ্রেস সভাপতিকে সমকামী বলে ইঙ্গিত করেন এই সাংসদ৷ জানান, রাহুল গান্ধী আলিঙ্গন করলে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাবেন৷

[ডোকলামে ফের তৎপর হচ্ছে চিন, মার্কিন রিপোর্টেও উদাসীন নয়াদিল্লি]

Advertisement

ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিজেপি নেতা নিশিকান্ত দুবে জানান, সমকামী আইন বা ৩৭৭ ধারা এদেশে এখনও পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়নি৷ তা আদালতের বিচারাধীন রয়েছে৷ ফলে রাহুল গান্ধী বিয়ে করলে তবেই সকলের তাঁকে আলিঙ্গন করা উচিত৷ নাহলে তিনি যাঁদের আলিঙ্গন করবেন, তাঁদের স্ত্রীরা ছেড়ে চলে যেতে পারেন৷ তবে এই প্রথম নয়, সংসদের মধ্যে কংগ্রেস সভাপতির এমন কাজের পর একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি৷ ঘটনার পরেই মুখ খোলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী৷ জানান, রাহুল গান্ধীর এই কাজের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত একবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া৷

Advertisement

[‘সঞ্জু’তে ভুল তথ্য দেওয়া হয়েছে, নির্মাতাদের আইনি নোটিশ আবু সালেমের]

এমনকী সংসদের নিয়মের বিরুদ্ধে কাজ করার জন্য রাহুল গান্ধীকে সতর্কও করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রীর পদের অবমাননা করেছেন কংগ্রেস সভাপতি। সংসদের নিয়মে এভাবে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করা যায় না।  কেবল তাই নয়, সংসদে রাহুলের চোখের টেপা নিয়েও তাঁকে সতর্ক করেছিলেন স্পিকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ