Advertisement
Advertisement

বাংলাদেশে নিকেশ ২ মাদক পাচারকারী, জালে কুখ্যাত দুষ্কৃতী পাঁচু 

মায়ানমার থেকে আসছে নিষিদ্ধ মাদক!

2 drug dealers killed in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 2:58 pm
  • Updated:July 19, 2018 2:58 pm

সুকুমার সরকার, ঢাকা: দেশ থেকে মাদক পাচারচক্রকে নির্মূল করতে বাংলাদেশে আরও তীব্র অভিযান। গোপন খবরের ভিত্তিতে এবার কক্সবাজারে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে নিকেশ করেছে নিরাপত্তারক্ষীরা। নিহতদের কাছ থেকে ইয়াবা-সহ অন্য নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে।

[বেসরকারিকরণের ছোঁয়া ইসরোতে, স্যাটেলাইট তৈরির বরাত অন্য সংস্থাকেও]

Advertisement

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার কক্সবাজার জেলার হিমছড়িতে সংঘর্ষটি ঘটে। এদিন একটি সাদা গাড়িকে নাকা চেকিংয়ের সময় থামতে বলে র‌্যাব ও বিজিবি-র টহলদার বাহিনী। তবে নিরাপত্তারক্ষীদের দেখেই গতি বাড়ায় যানটি। গাড়িটি মায়ানমার সীমান্ত সংলগ্ন টেকনাফ থেকে মেরিন ড্রাইভের দিকে আসছিল। এতে সন্দেহ হয় রক্ষীদের। গাড়িটিকে ধাওয়া করলে গুলি চালাতে শুরু করে আরোহীরা। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। নিহত হয় দুই সন্দেহভাজন পাচারকারী। তাদের কাছে নিষিদ্ধ মাদক ইয়াবা পাওয়া যায়। এদিকে রাজধানী ঢাকার জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে র‌্যাব। জেনেভা ক্যাম্পে বিহারী মুসলমানরা থাকেন। সেখানে রমরমিয়ে চলে মাদক ব্যবসা। এদিনের হানায় জালে পড়ে কুখ্যাত পাচারকারী জয়নাল আবেদিন ওরফে পাঁচু। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় অনেক বিহারী মুসলমান ওই এলাকায় চলে আসে। ১৯৭১-এর যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে অনেকেই পাকিস্তান যাওয়ার জন্য রেডক্রসের শরণাপন্ন হয়। তবে তাদের দেশে ঢোকার অনুমতি দিতে অসম্মত হয় পাকিস্তান। ফলে তাদের এই ক্যাম্পেই জায়গা হয় তাদের।

Advertisement

মে মাসের ১৪ তারিখ থেকেই মাদক পাচারকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করেছে এলিট বাহিনী ব়্যাব। রাজধানী ঢাকা-সহ একাধিক জেলায় চলা লাগাতার হানায় নিকেশ হয়েছে একশো জনেরও বেশি সন্দেহভাজন মাদকপাচারকারী। তবে, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, চলতি বছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগেই পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের নামে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামি লিগ সরকার।

[ফের কাঠগড়ায় দিল্লি, গায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ