Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, নিকেশ আল-কায়দার শীর্ষ নেতা

বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিল ইব্রাহিম, রিপোর্ট রাষ্ট্রসংঘের৷

Al Qaeda's master bomb maker may be dead: UN
Published by: Tanujit Das
  • Posted:August 18, 2018 8:56 pm
  • Updated:August 18, 2018 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস বিরোধী অভিযানে খতম আল-কায়দার অন্যতম প্রধান নেতা ইব্রাহিম আল-আসিরি৷ বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত এই জঙ্গি নেতাকে ২০১৭-র শেষের দিকে খতম করা হয়েছে৷ ইয়েমেন আত্মগোপন করে থাকার সময় যৌথ সেনা অভিযানে তাকে নিকেশ করা হয়৷ সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ৷

[পাক প্রধানমন্ত্রী পদে শপথ ইমরানের, উর্দু বলতে গিয়ে একাধিকবার হোঁচট]

Advertisement

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আইএসের বাড়বাড়ন্তের ফলে কমে যায় আল-কায়দার প্রতিপত্তি৷ আর্থিক ভাবে কমজোরি হয়ে পড়ার পাশাপাশি বলিষ্ঠ নেতৃত্বেরও অভাব দেখা দিতে থাকে জঙ্গি সংগঠনে৷ ধীরে ধীরে ইব্রাহিম আল-আসিরির সঙ্গে দূরত্ব তৈরি হয় আল-কায়দার৷ পাক-আফগান সীমান্তের পরিবর্তে ইয়েমেনে আত্মগোপন করে থাকতে শুরু করে এই জঙ্গি নেতা৷ অনেকদিন আগেই এই জঙ্গিকে কালো তালিকাভুক্ত করেছে রাষ্ট্রসংঘ৷ তার খোঁজে ইয়েমেন অভিযান চালায় যৌথ সেনা৷ সেই অভিযানেই নিকেশ করা হয় ইব্রাহিম আল-আসিরিকে৷ কিন্তু এতদিন পর্যন্ত আসিরির নিকেশের বিষয়ে নিশ্চিত হতে পারেনি রাষ্ট্রসংঘ৷ অবশেষে নিশ্চিত হতে রিপোর্ট পেশ করেছে এই আন্তর্জাতিক সংগঠনটি৷ তবে কেমন ভাবে আসিরির গোপন ঠিকানার খোঁজ পৌঁছাল সেনার কাছে সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য রিপোর্টে প্রকাশ করা হয়নি৷

Advertisement

[ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল]

প্রসঙ্গত, ২০০৯-এর ২৫ ডিসেম্বর আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দরে হামলা চালায় আল-কায়দা জঙ্গিরা৷ বিস্ফোরণে বিমানবন্দর উড়িয়ে দেওয়া পরিকল্পনা করা হয়৷ কিন্তু মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ভেস্তে যায় জঙ্গিদের সেই ছক৷ সামান্য কিছু ক্ষতি হলেও কোনও হতাহত ঘটেনি৷ জানা যায়, ওই হামলা পিছনে মূলচক্রী ছিল বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত তথা আল-কায়দা নেতা ইব্রাহিম আল-আসিরি৷ এরপরই তাকে কালো তালিকাভুক্ত করে আমেরিকা ও রাষ্ট্রসংঘ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ