Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, শোকস্তব্ধ আন্তর্জাতিক মহল

পেয়েছেন নোবেল পুরস্কারও৷

Former UN Secretary-General Kofi Annan passes away
Published by: Tanujit Das
  • Posted:August 18, 2018 6:06 pm
  • Updated:August 18, 2018 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান৷ আশি বছর বয়সে জীবনাবসান ঘটল এই নোবেল জয়ী ব্যক্তিত্বের৷ গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷ তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছে রাষ্ট্রসংঘ৷ টুইট বার্তায় আন্তর্জাতিক সংগঠনটি জানায়, এক মহামানব ও দূরদর্শী ব্যক্তিত্বকে হারাল বিশ্ব৷

[পাক প্রধানমন্ত্রী পদে শপথ ইমরানের, উর্দু বলতে গিয়ে একাধিকবার হোঁচট]

Advertisement

১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত রাষ্ট্রসংঘের মহাসচিব হিসাবে নিজের দায়িত্ব সামলান আন্নান৷ ২০০১-এ পান শান্তিতে নোবেল পুরস্কার৷ তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান, যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব হিসাবে কাজ করেছেন৷ পরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় রাষ্ট্রসংঘের শান্তিদূত হিসাবে পাঠানো হয় তাঁকে৷ সেখানেও সাফল্যের সঙ্গে কাজ করেন কোফি আন্নান৷ ১৯৯৫ থেকে ১৯৯৬, এক বছরের জন্য তৎকালীন অবিভক্ত যুগোস্লাভিয়ায় রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি হিসাবে পাঠান হয় তাঁকে৷ ১৯৬২-তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী হিসেবে রাষ্ট্রসংঘে যোগদান করেন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচির সচিব পদে কাজ করেন৷

Advertisement

[রোহিঙ্গা গণহত্যায় জড়িত বার্মিজ সেনা, নিষেধাজ্ঞা জারি আমেরিকার  ]

শেষ বয়সে স্ত্রী নানে এবং তিন মেয়ে, আমা, কোজো ও নিনার সঙ্গে থাকতেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রিয়জনদের মধ্যেও৷ বিশেষ করে শোকে বিহ্বল হয়ে পড়েছেন ঘানার নাগরিকরা৷ সম্মান জানিয়ে যাঁরা তাঁকে ‘সন অফ ঘানা’ বলতেন৷ আফ্রিকার বিভিন্ন দেশে এইডস প্রতিরোধক বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকী, ২০১৬-য় রোহিঙ্গা সমস্যা মেটানোর জন্য নির্মিত কমিটিরও নেতৃত্বদান করেন তিনি। শোক প্রস্তাবে প্রিয়জনরা জানিয়েছেন, কোফি আন্নান জীবনের একমাত্র ব্রত ছিল দেশের সেবা ও মানুষের কল্যান সাধন৷ রাষ্ট্রসংঘের মহাসচিব হিসাবে তাঁর কাজ সর্বদা মনে রাখবে আন্তর্জাতিক মহল৷ আন্নানের পরিবার জানিয়েছে, মহামানবের শূন্যতা অনুভব করবে সমগ্র বিশ্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ