Advertisement
Advertisement

Breaking News

রোহিঙ্গা গণহত্যায় জড়িত বার্মিজ সেনা, নিষেধাজ্ঞা জারি আমেরিকার  

চাপের মুখে সরকারি বাহিনী৷

US imposes sanctions on key Myanmar Army officials
Published by: Monishankar Choudhury
  • Posted:August 18, 2018 4:11 pm
  • Updated:August 18, 2018 4:11 pm

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের উপর চাপ বাড়াল আমেরিকা৷ বার্মিজ সেনার একাধিক শীর্ষ আধিকারিক ও দু’টি ইউনিটের উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন৷

[কেরলে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ক্রীড়ামহল, পাশে থাকার বার্তা মেসিদের]

মার্কিন প্রশাসন সূত্রে খবর, রোহিঙ্গা গণহত্যা পরিকল্পিত৷ রাখাইনে প্ল্যানমাফিক ওই সম্প্রদায়ের লোকজনদের বাস্তুচ্যুত করা হয়েছে৷ এই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে বার্মিজ সেনার চার শীর্ষ কমান্ডার ও দু’টি ইউনিট৷ ফলের তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মার্কিন তালিকায় থাকা সেনা আধিকারিকদের নাম হচ্ছে- বর্ডার গার্ড কমান্ডার অং খাও ঝও, খিন মং সয়ে, খিন হায়ং ও থুরা সান লিন৷ শুধুমাত্র রাখাইন নয়, কাচিন ও শান প্রদেশেও বর্বর ঘটনার মূলে এই চার সেনা আধিকারিকের হাত রয়েছে৷ মার্কিন কোষাগারের শীর্ষ কর্তা সিগাল ম্যান্ডেলকর জানান, দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়গুলির বিরুদ্ধে হিংস্র অভিযান শুরু করেছে বার্মিজ সেনা৷ পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার মাধ্যমে রোহিঙ্গাদের বাস্তুহারা করা হচ্ছে৷ তিনি আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের বিদেশে থাকা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হবে৷ বাজেয়াপ্ত করা হবে সমস্ত সম্পত্তি৷ 

Advertisement

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে চলা হিংসার নেপথ্যে ছিলেন কমান্ডার অং খাও ঝও৷ তাঁর আদেশেই চলে অভিযান৷ সংঘটিত হয় ধর্ষণ, হত্যার মতো নারকীয় ঘটনা৷ উচ্ছেদ করা হয় প্রায় ৭ লক্ষ রোহিঙ্গাকে৷ এদের বেশিরভাগই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে৷ ওই বছরই আগস্ট মাসে মং নু গ্রামে কমান্ডার খিন মং সয়ের নির্দেশেই প্রায় শতাধিক রোহিঙ্গাদের হত্যা করে সরকারি বাহিনী৷ কাচিন ও শান প্রদেশে সংখ্যালঘুদের হত্যালীলা ঘটে কমান্ডার খিন হায়ংয়ের নির্দেশে৷ একই সঙ্গে বার্মিজ সেনার ৩৩ ও ৯৯ লাইট ইনফ্যান্ট্রি দু’টির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা৷ মার্কিন পদক্ষেপে কিছুটা হলেও চাপে পড়েছে বার্মিজ সেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷        

Advertisement

[কেরলে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ক্রীড়ামহল, পাশে থাকার বার্তা মেসিদের]                         

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ