Advertisement
Advertisement

ঘরোয়া কাজে ঠান্ডা পানীয়র এই কেরামতির কথা জানেন?

অবিশ্বাস্য মনে হলেও সত্যি!

Some amazing usage of cold drink in everyday life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2017 12:38 pm
  • Updated:July 13, 2018 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁঝ আছে অথচ মিষ্টি। ভাল-মন্দ খাওয়ার পর একটু ঠান্ডা পানীয় সেবন করতে কে না পছন্দ করেন! বাচ্চারা তো বটেই বড়রাও কোল্ড ড্রিঙ্কে এক চুমুক দিতে সবসময় ভালবাসেন। তবে ডাক্তারের কথা মানলে ঠান্ডা পানীয় যত কম পান করা যায়, ততই শরীরের পক্ষে মঙ্গল। এদিকে শরীরের অমঙ্গল যে পানীয় ডেকে আনে, সেই পানীয়ই আবার আপনাকে দুঃসাধ্য সাধন করতে সাহায্য করে। এমন এমন ঘরোয়া কাজে এটি ব্যবহার করা যায়, জানলে অবাক হবেন।

[ফুলশয্যার রাতে কামাল দেখানো ‘ভায়াগ্রা পান’ কোথায় পাওয়া যাবে, দামই বা কত?]

Advertisement

১) প্রত্যেকের বাড়িতে এমন বাসনপত্র নিশ্চয়ই আছে যার পোড়া দাগ কিছুতেই উঠতে চায় না। হাজার মাজলেও বাসনের তলাটা কালোই থেকে যায়। এক্ষেত্রে ঠান্ডা পানীয় অব্যর্থ। অবাক লাগলেও একথা সত্যি। পোড়া বাসনে একটু কোল্ড ড্রিঙ্ক ফেলে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। তারপর ধুয়ে নিলেই মিলবে পরিষ্কার চকচকে বাসন। ঠান্ডা পানীয়তে থাকা অ্যাসিডই এই কেরামতি করে দেখায়।

Advertisement

e62176266740f5a68ecf3359f382d2ccf7f5064e

২) বাড়িতে জমিয়ে পার্টি করছেন। এমন সময় বারবিকিউ সস শেষ! এদিকে বাড়ি ভর্তি অতিথি। এমন সময় আপনার ত্রাতা হতে পারে কোল্ড ড্রিঙ্ক। সামান্য কেচাপ ও একটু টাডা মেশালেই বারবিকিউ সস রেডি।

1461595517-bbq

৩) জামায় কালির দাগ মেটাতেও খুব ভাল কাজে দেয় ঠান্ডা পানীয়। পেনের কালি যে জায়গায় লেগেছে সেখানটা একটু কোল্ড ড্রিঙ্কে চুবিয়ে রেখে দিন। তারপর তা সামান্য ঘষে নিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিন। দেখবেন কালির দাগ উধাও।

InkStain-58de8a5f5f9b5846837d8bf2

৪) চুল পরিচর্যার ক্ষেত্রেও ঠান্ডা পানীয়র জুড়ি মেলা ভার। শুনতে আজব লাগলেও এ কথা সত্য। এই ধরনের পানীয়তে বাবলস থাকে ফলে তা চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে।

4695449205982ec94bba11897952044_v4_big

৫) মোবাইলে এখন ছবি এডিটিংয়ের হাজার অপশন রয়েছে। কিন্তু জানেন কি? নতুন ছবি এককালে ঠান্ডা পানীয়র মাধ্যমেই ‘ভিনটেজ মোড’-এ রূপান্তরিত করা হত। কোল্ড ড্রিঙ্কের অ্যাসিডই তা করতে সাহায্য করে।

vintage

[কেমন মানুষ আপনি? জানিয়ে দেবে আপনার ভয়ই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ