Advertisement
Advertisement

Breaking News

কলার খোসা ফেলে দিচ্ছেন? ব্যবহারিক গুণ জানলে অবাক হবেন আপনি

কলার খোসা কোনও বিকল্প নেই৷

Surprising uses of banana peels
Published by: Sayani Sen
  • Posted:October 17, 2018 8:38 pm
  • Updated:October 17, 2018 8:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বেশি নয়৷ কলার গুণাগুণ নিয়েও নতুন করে কিছু বলার নেই৷ এ তো গেল কলার কথা৷ কলার খোসা আমরা সাধারণত ফেলে দিই৷ তা কোনও কাজে আসে না বলেই আমাদের ধারণা৷ কিন্তু আজ থেকে কলার খোসা ফেলে দেওয়ার মতো ভুল আর করবেন না৷ ফল হিসাবে যেমন কলার কোনও বিকল্প হতে পারে না, তেমনই বাড়ির কাজেও কলার খোসার ব্যবহারিক গুণাগুণ জানলে অবাক হবেন আপনিও৷

[গৃহসজ্জায় আনুন অভিনবত্ব, ঘর সাজান দড়ি দিয়ে]

আমাদের বাড়িকে প্রত্যেকেরই চামড়ার জিনিসপত্র থাকে৷ ব্যাগ, বেল্ট আরও কত কী৷ পরিষ্কার না করলে কালো হয়ে যায়৷ অনেক সময়ই ব্যাগ বা বেল্ট ভাল থাকলেও, নোংরা হয়ে যাওয়ার ফলে আর তা ব্যবহারযোগ্য থাকে না৷ কিন্তু জানেন কী কলার খোসা দিয়েই আপনি পরিষ্কার করে ফেলতে পারেন চামড়ার ব্যাগ, বেল্ট৷ কলার খোসার মধ্যে থাকা সাদা অংশ চামড়ার ব্যাগ ও বেল্টের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে৷

Advertisement

[পুজোময় হয়ে উঠুক ঘরের সাজ, আনুন নতুন চমক]

ক্রমেই সামনে বাগান-সহ বড় বাড়ির চল কমছে৷ এক বা দু-কামরার ফ্ল্যাটই এখন আমাদের ঠিকানা৷ কিন্তু তাই বলে কী বাড়িতে সবুজের ছোঁয়া থাকবে না? তাই তো এখন অনেকেই বসার ঘর কিংবা ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন৷ ব্যালকনিতে রাখা গাছের পাতা অনেক সময়ই নোংরা হয়ে যায়৷ কিন্তু বেশি জল দিয়ে পাতাগুলি পরিষ্কার করলে, তা গাছের ক্ষেত্রে হানিকারক হতে পারে৷ গাছের পাতা অপরিষ্কার থাকলে, তা বাড়ির সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে হয় উলটোটাই৷ গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা৷ এভাবে পাতাগুলি পরিষ্কার যেমন হবে, তেমনই ধুলোময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কম৷

Advertisement

[উৎসবের মরশুমে নতুনভাবে সাজিয়ে তুলুন ঘরের সিলিং]

জুতো পালিশের ক্ষেত্রেও কলার খোসার কোনও বিকল্প নেই৷ একবার কলার খোসার ভিতরের সাদা অংশ দিয়ে আপনার জুতো খসে নিলে তফাৎটা নিজে চোখেই দেখতে পাবেন৷

[সুস্থ থাকতে সাহায্য করে বেডরুমের রং! আর যৌনতায়?]

দাঁতের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য কলার খোসার কোনও বিকল্প নেই৷ জানেন কী, দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ