Advertisement
Advertisement

Breaking News

এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন

সঙ্গে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে৷

Smartphone with 18GB RAM and 60MP camera
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 9:04 pm
  • Updated:June 12, 2018 4:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Turing Phone Cadenza-র পর আরেকটি নতুন স্মার্টফোন প্রকাশ্যে আনল টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ৷ স্মার্টফোনটির নাম Monolith Chaconne৷

এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে, রেজোলিউশন ২১৬০x৩৮৪০৷ বাজারচলতি অন্যান্য স্মার্টফোনের মতো একটি নয়, এই ফোনে রয়েছে তিন তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিইউ, সঙ্গে ১৮ জিবি র‍্যাম৷ ইন্টারনাল মেমোরি ১.২ টিবি (১ টিবি=১০২৪ জিবি)৷ ইউজাররা দু’টি মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন৷

Advertisement

Monolith Chaconne-এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব Swordfish OS৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ ৬০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷ ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র৷ একটি স্মার্টফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ইনস্টল করা যাবে৷ ব্যাটারি ১০০ ওয়াট আওয়ার্স-এর৷ হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে ২০১৮ সাল নাগাদ!

Advertisement

গত সপ্তাহেই ‘ভয়েস অন’ টেকনোলজি-সহ Turing Phone Cadenza প্রকাশ্যে এনেছিল সংস্থাটি৷ ওই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১৪৪০x২৫৬০৷ একটি নয়, ওই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র‍্যাম৷ Turing Phone Cadenza-র ইন্টারনাল স্টোরেজ ১ টিবি, অর্থাৎ ১০২৪ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে৷ ওই হ্যান্ডসেটটিরও প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি রয়েছে৷

(এই সুপার স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ)

Smartphone-2_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ