Advertisement
Advertisement

Breaking News

প্রচারে বাধা

প্রচারে বাধা পুলিশের, থানার সামনে অবস্থান বিক্ষোভে অনুপম হাজরা

কারণ ছাড়াই পুলিশ প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর৷

BJP Candidate of Jadavpur has been opposed to campaign by police
Published by: Sucheta Sengupta
  • Posted:April 12, 2019 2:52 pm
  • Updated:April 12, 2019 2:52 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কারণ ছাড়াই প্রচারে বাধা পুলিশের৷ অভিযোগ তুলে পূর্ব যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ পুলিশের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডাও চলল৷ পুলিশ তাঁকে অবস্থান তুলে নেওয়ার কথা বারবার বললেও, তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন৷

                                       [আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে ২৪ ঘণ্টার জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সৌমিত্র খাঁ]

বোলপুরের বিদায়ী তৃণমূল সাংসদ অনুপম হাজরা দল বদলে এবার গেরুয়া শিবিরের প্রার্থী৷ তবে বোলপুর নয়, এবার তিনি লড়ছেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে৷ নাম ঘোষণা হওয়ার পরও বেশ খানিকটা দেরিতেই প্রচার শুরু করেছিলেন অনুপম৷ তবে তা শুরু করেই বেশ জমিয়ে দিয়েছিলেন৷ কর্মী, সমর্থক থেকে স্থানীয়দের মধ্যে মিহিদানা বিলি করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিলেন৷ শুক্রবার যাদবপুর বিধানসভা কেন্দ্রে তাঁর প্রচারের কথা ছিল৷ সেইমতো দুপুর নাগাদ বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাতে বাধা দেয়৷ অভিযোগ, কোনও কারণ না দেখিয়েই প্রচার মিছিলে পুলিশ বাধা দিয়েছে৷ এমনকী দলীয় পতাকা যেখানে যেখানে ছিল, তাও খুলে ফেলা হয় বলে অভিযোগ করেন প্রার্থী অনুপম হাজরা৷

Advertisement

                                       [ আরও পড়ুন: ভোটে আগ্রহ নেই নারায়ণগড়ের বিস্ফোরণে মৃত দুই যুবকের পরিবারের]

এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অনুপম৷ প্রচারে পুলিশের বাধাদানের প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন৷ সঙ্গে ছিলেন কর্মী, সমর্থকরাও৷ পুলিশ তাঁকে বুঝিয়ে অবস্থান থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু যতক্ষণ না তাঁকে প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে সাফ জানিয়ে দেন৷ পুলিশের কাছে তিনি মিছিল আটকানোর কারণও জানতে চান৷ পুলিশ কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছা করে বিজেপি প্রার্থীকে আটকানোর চেষ্টা হচ্ছে৷ রাজ্যের শাসকদলের কথায় পুলিশ কাজ করছে৷ যা একেবারেই অনৈতিক৷ তাঁদের দাবি, জনসংযোগের জন্য আলাদা করে পুলিশের অনুমতি নিতে হয় না৷ তাহলে কেন সাধারণ প্রচারে অনুপম হাজরাকে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনতে চায় বিজেপি নেতৃত্ব৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ